এয়ারটেল এসএমএস প্যাক ২০২৫

এয়ারটেল এসএমএস প্যাক | এয়ারটেল এসএমএস প্যাক কোড, বর্তমানে বাংলাদেশের সবচাইতে কম খরচে বেশি সার্ভিস দিচ্ছে এয়ারটেল। তাই বাংলাদেশের অন্যতম মোবাইল ফোন অপারেটর হচ্ছে এয়ারটেল কোম্পানি। আজকে আমরা আলোচনা করব এয়ারটেল এয়ারটেল এসএমএস প্যাক সম্পর্কে এবং আরো আলোচনা করবো এয়ারটেল এসএমএস প্যাক কোড এর বিষয়ে। এয়ারটেল প্রিপেইড গ্রাহকরা এই এসএমএস প্যাক কিনে যে কোন নাম্বারে এসএমএস পাঠাতে পারবেন। তাই আপনার পছন্দ মত যে কোন একটি এসএমএস প্যাক ক্রয় করুন।

এয়ারটেল এসএমএস প্যাক

আমার এই পোষ্টের মাধ্যমে এয়ারটেল এসএমএস কেনার জন্য সকল কোড প্রকাশ করা হবে। আপনি নিচে দেওয়া তালিকা থেকে আপনার পছন্দমত এয়ারটেল এসএমএস প্যাক ক্রয় করতে পারবেন। এই তালিকায় রয়েছে সর্বশেষ এয়ারটেল এর এসএমএস অফার যে অফার থেকে আপনি পছন্দ মতো USSD কোড ডায়াল করে এই অফার গুলো ক্রয় করতে পারবেন।

এসএমএস প্যাক মূল্য অ্যাক্টিভেশন কোড মেয়াদ
40 এসএমএস (যেকোনো নাম্বার) 2 টাকায় *321*200# 12 ঘণ্টা
150 এসএমএস (যেকোনো নাম্বার) 5 টাকায় *321*500# 01 দিন
200 এসএমএস (যেকোনো নাম্বার) 15 টাকা *321*150# 03 দিন
1500 এসএমএস (যেকোনো নাম্বার) 25 টাকা *321*1500# 30 দিন
500 এসএমএস (যেকোনো নাম্বার) 20 টাকা *321*20# 30 দিন
1000 এসএমএস (যেকোনো নাম্বার) 30 টাকা *321*100# 30 দিন
3000 এসএমএস (যেকোনো নাম্বার) 37 টাকা *321*3700# 60 দিন
4000 এসএমএস (যেকোনো নাম্বার) 47 টাকা *321*4700# 60 দিন
5000 এসএমএস (যেকোনো নাম্বার) 57 টাকা *321*5700# 60 দিন

এয়ারটেল এসএমএস প্যাক এর শর্তগুলোঃ

  • এয়ারটেল এসএমএস গুলো যে কোন লোকাল নাম্বারে পাঠাতে পারবেন।
  • আপনার যত খুশি ততবার এই প্যাকগুলো ক্রয় করতে পারবেন।
  • এসএমএস ব্যালেন্স জানতে আপনাকে ডায়াল করতে হবে *778*6#

এয়ারটেল এসএমএস অফার

আপনি কি এয়ারটেল সিমে এয়ারটেল এসএমএস অফার খোঁজ করতেছেন তাহলে আপনি সঠিক ওয়েবসাইটে প্রবেশ করেছেন।  এখন আমি আপনাদের একটি এসএমএস অফারের কথা বলব যে অফারের মাধ্যমে আপনারা খুব সহজেই মাত্র ২০ টাকায় ৫০০ টি এসএমএস ক্রয় করতে পারবেন। বর্তমানে এয়ারটেল সিম কোম্পানির সবচাইতে সেরা এসএমএস অফার হচ্ছে এটি। তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নেই কিভাবে কিনতে হয় ২০ টাকায় ৫০০ টি এসএমএস।

  • 500 এসএমএস প্যাক ক্রয় করতে অবশ্যই ডায়াল করুন *321*200#
  • আপনি এই এসএমএস যে কোন নাম্বারে পাঠাতে পারবে।
  • যতবার ইচ্ছা যতবার এই প্যাকটি আপনি কিনতে পারবেন।
  • এসএমএস ব্যালেন্সের মেয়াদ জানতে আপনাকে ডায়াল করতে হবে *778*6#
  • এই এসএমএস অফারের মূল্য ২০ টাকা।

এয়ারটেল এসএমএস প্যাক 30 দিন

আপনি কি এয়ারটেলের ৩০ দিনের এসএমএস প্যাক খোঁজ করিতেছেন তাহলে এই পোস্টটি আপনার জন্যই কারণ এই পোষ্টের মাধ্যমে আলোচনা করা হবে এয়ারটেল এসএমএস প্যাক ৩০ দিনের জন্য কতগুলো অফার চালু আছে সব অফার নিয়ে। তাই আপনারা এই পোস্টটি ধৈর্য সহকারে পড়বেন এবং আপনার পছন্দমত এয়ারটেল এসএমএস প্যাক ৩০ দিনের জন্য যে কোন একটি ক্রয় করে নিবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলেন দেখে নেওয়া যাক বর্তমানে এয়ারটেল সিম কোম্পানি ৩০ দিনের জন্য কতগুলো এসএমএস প্যাক চালু রেখেছে।

  • এয়ারটেল ১৫০০ এসএমএস ২৫ টাকাঃ ৩০ দিনের জন্য এয়ারটেল এর ১৫০০ এসএমএস ২৫ টাকা নিতে চাইলে ডায়াল করতে হবে *321*1500# নাম্বারে এবং মেয়াদ দেখতে ডায়াল করুন *778*6# এই নাম্বারে।
  • এয়ারটেল ১০০০ এসএমএস 30 টাকাঃ ৩০ দিনের জন্য এয়ারটেলর  ১০০০ এসএমএস প্যাক ৩০ টাকায় নিতে চাইলে ডায়াল করুন *321*100# এই নাম্বারে এবং মেয়াদ দেখতে ডায়াল করুন *778*6# এই নাম্বারে।
  • এয়ারটেল ১৫০০ এসএমএস 30 টাকাঃ ৩০ দিনের জন্য এয়ারটেলর  ১৫০০ এসএমএস প্যাক ৩০ টাকায় নিতে চাইলে ডায়াল করুন *321*1500# এই নাম্বারে এবং মেয়াদ দেখতে ডায়াল করুন *778*6# এই নাম্বারে।
  • এয়ারটেল ৩০০০ এসএমএস ৩৭ টাকাঃ ৬০ দিনের জন্য এয়ারটেলর  ৩০০০ এসএমএস প্যাক ৩৭ টাকায় নিতে চাইলে ডায়াল করুন *321*3700# এই নাম্বারে এবং মেয়াদ দেখতে ডায়াল করুন *778 *6# এই নাম্বারে।
  • এয়ারটেল ৪০০০ এসএমএস ৪৭ টাকাঃ ৬০ দিনের জন্য এয়ারটেলর  ৪০০০ এসএমএস প্যাক ৪৭ টাকায় নিতে চাইলে ডায়াল করুন *321*4700# এই নাম্বারে এবং মেয়াদ দেখতে ডায়াল করুন *778*6# এই নাম্বারে।
  • এয়ারটেল ৫০০০ এসএমএস ৫৭ টাকাঃ ৬০ দিনের জন্য এয়ারটেলর  ৪০০০ এসএমএস প্যাক ৪৭ টাকায় নিতে চাইলে ডায়াল করুন *321*5700# এই নাম্বারে এবং মেয়াদ দেখতে ডায়াল করুন *778*6# এই নাম্বারে।

কিভাবে এয়ারটেল সিমে এসএমএস কিনবো

আপনার পছন্দমত এয়ারটেল এসএমএস কেনার জন্য সবচাইতে সহজ পদ্ধতি হচ্ছে *5# এই নাম্বারে ডায়াল করলে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন সেখান থেকে বিভিন্ন রকম অফারের এসএমএস প্যাক থাকবে যেগুলো থেকে আপনি পছন্দ মতো যে কোন একটি এসএমএস প্যাক ক্রয় করতে পারবেন।

আরও পড়ুনঃ জিপি এসএমএস প্যাক

সর্বশেষ কথাঃ

আশা করি আজকের এই আর্টিকালের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন এয়ারটেল এসএমএস প্যাক কিভাবে ক্রয় করতে হয় এবং এয়ারটেল এসএমএস প্যাক কোড গুলো। আশা করি আজকের এই পোষ্টের মাধ্যমে আপনারা এয়ারটেল সিমের সকল এসএমএস অফার এর সম্পর্কে জানতে পেরেছেন। এরকম আরো পোস্ট পেতে হলে অবশ্যই আমার ওয়েবসাইটের সাথেই থাকুন আমি আপনাদের জন্য এয়ারটেল এর সকল অফার এর পোস্ট আমার ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করিবো।

Leave a Comment