বাঙ্গালীদের সবচাইতে পছন্দের ঋতু হচ্ছে বর্ষাকাল কি সুন্দর বৃষ্টি নামে এই বর্ষাকালে। আর এই বর্ষাকালেতেই ফোটে কদম ফুল তাই কদম ফুল প্রেমীদের জন্য নিয়ে এসেছি কদম ফুল নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, কবিতা, ছন্দ, কিছু কথা। বর্তমানে আমাদের দেশে এমন লোক খুঁজে পাওয়া মুশকিল যে কদম ফুল পছন্দ করে না কারণ কদম ফুল এর প্রেমে পড়েনি এমন মানুষ বাংলাদেশে নেই। মানুষের জন্মের পরে থেকে ফুলকে ভালোবাসে সবচাইতে বেশি আর বর্ষাকালের কদম ফুলকে সবচেয়ে বেশি ভালোবাসে।
কদম ফুল নিয়ে স্ট্যাটাস
ঋতুর রাজা বসন্তের পরে সবচাইতে বাংলাদেশীদের পছন্দর ঋতু হচ্ছে বর্ষাকাল এই বর্ষাকালে কে না চায় কদম ফুল নিয়ে একটি স্ট্যাটাস দিতে। তাই আপনারা যারা সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে বর্ষাকালের কদমফুলের স্ট্যাটাস দিতে চান তারা অবশ্যই নিচের স্ট্যাটাস গুলো পড়বেন।
-
ও প্রিয়তমা তোমার সাথে দেখা হলে আমি ধরিয়ে দেবো একগুচ্ছ কদম ফুল।
-
কদম গাছের সবুজ পাতার মাঝে হলুদ রঙের কদম ফুল এইত সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টির রূপ।
-
বর্ষাকালে প্রতিটি প্রেমিকার চুলের খোপায় দেখতে চাই আমি কদম ফুল আহ কি সৃষ্টির অপরূপ।
-
রক্ত রাঙ্গা গোলাপ নয় আমি দিতে চাই শুধু তোমাকে কদম ফুল শুধুই কদম ফুল।
-
তোমাকে যদি কিছু কদম ফুল দিয়ে কিছু আবদার করি তুমি কি পারবে আমাকে ফিরিয়ে দিতে?
কদম ফুল নিয়ে ক্যাপশন
এইতো চলে এলো বর্ষাকাল এখনই তো ফুটবে কদম ফুল তাইতো আপনারা যারা কদম ফুল নিয়ে ক্যাপশন খোঁজ করিতেছেন তারা অবশ্যই আমার এই আর্টিকেল এর মাধ্যমে কদম ফুলের ক্যাপশন পেয়ে যাবেন।
-
যে মানুষ কদম ফুলকে পছন্দ করে না সে তো বড় বোকা সে ভীষণ বোকা।
-
কদম ফুলের হলুদের উপরে সাদা পাপড়ি মানুষকে কাছে টানতে বড্ড বেশি ভালোবাসে।
-
ওগো মোর প্রিয় তুমি মোর কদম রানী, চলোনা প্রিয় কদমের প্রাসাদ গড়ি, যে প্রাসাদে তুমি আর আমি বাসবো কদমের ঘর।
-
ওগো প্রেমিকা তুমি যখন আসবে কদম হাতে তখনই তো আমি ভিজবো তোমার ভালোবাসাতে।
-
আমি কদম দিয়েই জানাবো তোমায় “ভালোবাসি”। তাহলেই তুমি আর আমাকে ফেরাতে পারবে না। জানি, কদম যে তোমার বড় আদরের জিনিস।
-
মাঝে মাঝে ইচ্ছে করে কদম ফুল হয়ে যেতে, মন বলে, কদম ফুল হয়ে গেলে তোমার ভালোবাসা টা বোধহয় পাবো।
-
আমি চাই প্রতিদিন কদম ফুলের বৃষ্টি হোক সেই বৃষ্টিতে তুমি আমি ভিজবো সারাদিন।
কদম ফুল নিয়ে উক্তি
কত লেখক কত মানুষ যে কদম ফুল নিয়ে উক্তি বলে গেছেন! সেই উক্তিগুলো বলে শেষ করা যাবে না। তাই আপনারা যারা কদম ফুল নিয়ে উক্তি ইন্টারনেটে খোঁজ করিতেছেন। তারা অবশ্যই আমার এই লেখাগুলো পড়বেন কারণ আমার এই লেখাগুলোতে কদম ফুল নিয়ে কিছু উক্তি তুলে ধরার চেষ্টা করব।
-
কদম ফুল আল্লাহতালার বড়ই অপরূপ সৃষ্টি, কদম ফুল দেখলেই চোখ মন জুড়িয়ে যায়।
-
তোরা কে যাস রে কদম ফুল নিয়ে, আমার কিছু কদম ফুল দিয়ে যাস রে।
-
আল্লাহতালা কদম ফুলের এক জাদুকরি শক্তি দিয়েছেন যে শক্তিতে চির শত্রু কেউ কাছে নিতে পারে।
-
এই বৃষ্টি ভেজা রাতে কদম হাতে দাঁড়িয়ে তোমার অপেক্ষায় আছি তুমি কখন আসবে বলো গো।
-
ও প্রিয়া তুমি আমাকে পেতে চাও তাহলে তোমাকে কদমফুলকে অনেক ভালবাসতে হবে কারণ আমি কদমফুলকে অনেক ভালোবাসি।
-
তুমি আর আমি একগুচ্ছ কদম ফুল হাতে হেঁটে চলবো এই রাস্তায়, যে রাস্তা কখনো হবে না শেষ।
-
আরও পড়ুনঃ আম নিয়ে ক্যাপশন ছন্দ কবিতা স্ট্যাটাস উক্তি ও কিছু কথা
কদম ফুল নিয়ে কবিতা
আপনারা যারা এই বর্ষাকালে কদম ফুল নিয়ে কবিতা খোঁজ করিতেছেন তার অবশ্যই আমার এই লেখাটি পড়বেন এই লেখাটির মাধ্যমে আপনারা পেয়ে যাবেন বর্ষাকালে কদম ফুল নিয়ে কবিতা।
কদম ফুল হাতে – আসাদুজ্জামান লিংকন
আমার খুব ইচ্ছে একসাথে বৃষ্টিতে ভেজার
কদম ফুল আমার খুব ভালোলাগে
তাই অপেক্ষা করি
কদম আনবে আমার জন্য |
নিজেকে হারাবো তোমার মাঝে
তোমার উষ্ণ বুকে
মুখ লুকিয়ে নিশ্চিন্তে ঘুমাবো
তুমি কি আগলে রাখবে আমায়?
নাকি কোনো অঝোর ঝড়ে
ভাসিয়ে দিবে কালের স্রোতে?
তবু আমার বারবারই
তোমার সাথেই ভিজতে ইচ্ছে করে।
এই সৌভাগ্য আমায় হয়নি! আফসোস হয়!
এই দেখো কদমের পাপড়িতে
জমে থাকা বৃষ্টির জলকনাটি
কত অপূর্ব লাগছে!
কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়না
কখনোই কোন আলোর প্রকাশে।
কোনো এক বৃষ্টিস্নাত দিনে
ঝুম বৃষ্টিতে হাতে কদম ফুল নিয়ে
আমি অপেক্ষা করবো।
তুমি এবং বৃষ্টি নিয়ম করে
কখনোই এ জীবনে আসনি
এসেছিলে অনেকটা নিয়তি হয়ে
কিংবা অচেনা অতিথি হয়ে!
তবুও আবেগে আপ্লুত হয়ে বৃষ্টিকে
তুমি করে নেই খুব সাঙ্গোপনে!
আমার মৃত্যু হোক কোন এক বৃষ্টির দিনে
ভেজা শহরে, ভেজা হৃৎপিন্ড নিয়ে
যখন তুমি দাঁড়িয়ে থাকবে
কদম ফুল হাতে, ঠিক সে সময়ে!
কদম ফুল নিয়ে ছন্দ
-
ওগো মোর প্রিয় মনের রানী, তোমাকে যদি কদম দিয়ে ভরিয়ে দেয় তুমি কি রাগ করবে তাতে? কদম ফুল যে আমার অনেক পছন্দ কদম ফুলকে আমায় অনেক ভালোবাসি।
-
ওগো প্রেমি চলনা যাই কদম ফুলের বনে, যেখানে সবুজ পাতার মাঝে হলুদের উপরে সাদা সাদা কদম ফুলে সেজে আছে বহুরূপে।
-
এইতো কদম ফুলের সুগন্ধি গন্ধে তোমার কথা মনে করিয়ে দেয়, মনে হয় তোমাকে নিয়ে কদম তলায় বসে সারাটা জীবন কাটিয়ে দেই।
-
আজ এই বর্ষায় কদমতলার নিচে ভিজবো আমরা দুজনে, বৃষ্টি তুমি এখনি আমাদের ভিজিয়ে দাও।
-
আমি তো প্রতিদিন একগুচ্ছ কদম ফুল খুঁজে ফিরি, হে প্রিয় তুমি কি এনে দেবে একগুচ্ছ কদম ফুল?
কদম ফুল নিয়ে কিছু কথাঃ
কদম ফুল শুধুমাত্র বর্ষাকালে পাওয়া যায তাই এই কদম ফুলটি সারা বছর পাওয়া যায় না বিধায় কদম ফুলকে মানুষ অনেক পছন্দ করে এবং এই ফুলের প্রতি মানুষের অনেক ভালোবাসা। আপনারা যারা কদম ফুলকে ভালোবাসেন তারা অবশ্যই আমার এই আর্টিকেলটি পড়বেন এই আর্টিকেলের মাধ্যমে আমি কদম ফুল নিয়ে কিছু কদম ফুল নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, কবিতা, ছন্দ, কিছু কথা বলার চেষ্টা করছি।