টেলিটক সকল প্যাকেজ সমূহ এর সুযোগ সুবিধা ২০২৪

টেলিটক আমাদের ফোন বাংলাদেশ সরকারের টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে টেলিটক সিম চালু করে টেলিটক সিমের মূল স্লোগান হচ্ছে টেলিটক আমাদের ফোন। বাংলাদেশের প্রান্তিক জনগণকে বেশি সুযোগ সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশ সরকার থেকে টেলিটক সিম চালু করেছে।

টেলিটক সিমে ০৯ টি প্যাকেজ বর্তমানে চালু আছে এবং কোন প্যাকেজ ছাত্র-ছাত্রীর জন্য, কোন প্যাকেজ নারীদের জন্য, কোন প্যাকের সকল গ্রাহকের জন্য, এই সকল বিষয় নিয়ে আজকের এই আর্টিকেলটি লেখা হচ্ছে।

Table of Contents

টেলিটক সকল প্যাকেজ সমূহ এর সুযোগ সুবিধা

টেলিটক সিমের প্যাকেজ এর দাম এবং সুবিধা সমূহ নিয়ে আজকে আমার এই পোস্টটি আলোচনা করা হবে। টেলিটক কোম্পানি থেকে যেন ০৯ টি প্যাকেজ চালু আছে সেই প্যাকেজগুলোর দাম কল রেট সুবিধা ইন্টারনেট সুবিধা এসএমএস সুবিধা এবং কম্ব অফার গুলো সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে।

টেলিটক সিম থেকে যে নয়টি অফার চালু আছে সেই অফার গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। টেলিটক সিমের কোন প্যাকেজে কতটুকু সুযোগ সুবিধা কোন প্যাকেজটি ভালো হবে সেই বিষয় নিয়েই আজকের আলোচনা।

শতবর্ষ সিম টেলিটক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শত বর্ষ জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সরকার থেকে টেলিটক শতবর্ষ সিম চালু করে টেলিটক শতবর্ষ সিম। সকল বাংলাদেশের নাগরিকই নিতে পারবেন এই টেলিটক শতবর্ষ সিমটি। সিমটি নিতে হলে আপনাকে অবশ্যই আইডি কার্ড সাথে নিয়ে আসতে হবে এবং আপনার উপস্থিত থাকতে হবে এবং আপনি একটি এনআইডির বিপরীতে দুটি টেলিটক শতবর্ষ সিম ক্রয় করতে পারবেন।

টেলিটক শতবর্ষ সিমের দাম

মুজিব বর্ষ উপলক্ষে শতবর্ষ সিম সরকার থেকে ফ্রিতে বিক্রি করতেছে কিন্তু শর্ত হচ্ছে শতবর্ষ সিমটি ক্রয় করার সময় ১০০ টাকা রিচাজ করতে হবে। ১০০ টাকা রিচার্জ করলে ১০০ টাকার মূল ব্যালেন্সে থাকবে এবং সাথে ফ্রী ১৭ জিবি ইন্টারনেট + ১০০ এসএমএস ও ১০০ মিনিট টক-টাইম পাবেন মেয়াদ হবে ০৩ মাস।

শতবর্ষ সিমের সুবিধা

বিস্তারিত কল এবং ইন্টারনেট রেট সময়
ভয়েস কল(যেকোন অপারেটরে)  ৪৭ পয়সা/মিনিট ২৪ ঘণ্টা
পালস ১ সেকেন্ড ২৪ ঘণ্টা
এস এম এস (যেকোন অপারেটরে) ২৫ পয়সা (বাংলা), ৫০ পয়সা (ইংরেজি) ২৪ ঘণ্টা
পে-পার-ইউজ ১৫ কেবি/ ১ পয়সা ২৪ ঘণ্টা
  • সকল ট্যারিফে ভ্যাট, এসডি ও সারচার্জ প্রযোজ্য হবে।

টেলিটক স্বাগতম সিম

টেলিটক স্বাগতম সিমটি বাংলাদেশের সকল নাগরিক  নিতে পারবেন এই সিমটি বাংলাদেশের প্রতিটি টেলিটক কাস্টমার কেয়ারে থেকে ক্রয় করতে পারবেন এবং বাংলাদেশের প্রতিটি বাজারে যে বিক্রয় কেন্দ্র আছে সেখানে থেকে আপনি এনআইডি কার্ডের মাধ্যমে টেলিটক স্বাগতম সিমটি ক্রয় করতে পারবেন।

স্বাগতম সিমের দাম

টেলিটক স্বাগতম সিমের দাম হচ্ছে ১৫০ টাকা এই সিমটি ক্রয় করার পরে  প্রথম রিচার্জ করতে হবে ৯৯ টাকা। আপনারা ৯৯ টাকায় পেয়ে যাবেন ৬০ মিনিট টকটাইম ৬০ টি এস এম এস  ৫ জিবি ইন্টারনেট মেয়াদ পাবেন ৩০ দিন।

স্বাগতম সিমের সুযোগ সুবিধা

বিস্তারিত কল এবং ইন্টারনেট রেট সময়
ভয়েস কল (যেকোনো লোকাল অপারেটরে) ৪৭ পয়সা/মিনিট ২৪ ঘন্টা
পালস ১ সেকেন্ড ২৪ ঘন্টা
এস এম এস (যেকোনো লোকাল অপারেটরে) ২৫ পয়সা (বাংলা), ৫০ পয়সা (ইংরেজি) ২৪ ঘন্টা
পে-পার-ইউজ ১৫ কেবি/পয়সা ২৪ ঘন্টা
  • সকল ট্যারিফে ভ্যাট, এসডি, ও সারচার্জ প্রযোজ্য হবে।

টেলিটক আগামী সিম

টেলিটক আগামী সিম পাওয়ার জন্য আপনাকে অবশ্যই এসএসসি তে A+ পেতে হবে তাই যে সকল ছাত্রছাত্রীগণ এসএসসিতে এ প্লাস পাবেন শুধুমাত্র সেই সকল ছাত্র-ছাত্রীগণ টেলিটক আগামী সিম বিনামূল্যে পেয়ে যাবেন। টেলিটক আগামী সিম পেতে হলে অবশ্যই আপনাকে সঠিক নিয়ম মেনে রেজিস্ট্রেশন করতে হবে।

টেলিটক আগামী সিমের দাম

আগামী সিমটি নিতে হলে এসএসসি এর রোল, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে অনলাইনে বা মোবাইলের এসএমএসের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের পরে আপনার কাছে থাকা টেলিটক সিমে একটি OTP কোড দিবে এরপরে আপনি টেলিটক কাস্টমার কেয়ার এগিয়ে সেই OTP কোড টি দেখাবেন এবং সেই সাথে এডমিট কার্ড এবং মার্কশিট নিয়ে যাবেন।  সিম এক্টিভেশনের পর প্রথম ১০০ টাকা রিচার্জে থাকছে ৩০ দিন মেয়াদে- ফ্রি ১০০ মিনিট টক-টাইম, ফ্রি ৫ জিবি ইন্টারনেট এবং ফ্রি ১০০ টি এস এম এস। রিচার্জকৃত ১০০ টাকা গ্রাহকের মূল ব্যালেন্সে যোগ হবে।

টেলিটক আগামী সিমের সুবিধা

কল রেট কলের ধরণ কলরেট/মিনিট
ভয়েস কল অন নেট ৪৫ পয়সা
অফ নেট ৪৫ পয়সা
ভিডিও কল অন নেট ৪৫ পয়সা
পালস ১ সেকেন্ড
এসএমএস অন নেট ২৫ পয়সা (বাংলা), ৫০ পয়সা (ইংরেজি)
অফ নেট
ডাটা চার্জ ১৫ কেবি/১ পয়সা
  • সকল ট্যারিফে ভ্যাট, এসডি, ও সারচার্জ প্রযোজ্য হবে।

টেলিটক বর্ণমালা সিম

সকল এসএসসি পরীক্ষার উত্তীর্ণ ছাত্র-ছাত্রীগণ বর্ণমালা সিম কিনতে পারবেন এজন্য আপনার এসএসসি রোল, রেজিস্টেশন নাম্বার প্রয়োজন পড়বে এবং অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইনে রেজিস্ট্রেশনের করার পরে টেলিটক কাস্টমার কেয়ার থেকে টেলিটক বর্ণমালা সিমটি সংগ্রহ করতে হবে।

টেলিটক বর্ণমালা সিমের দাম

বর্তমানে বর্ণমালা সিমের দাম ১০০ টাকা। সিম চালু করে প্রথমে ৫০ টাকা রিচার্জ করতে হবে রিচার্জ এর ৫০ টাকা আপনার মূল ব্যালেন্সে থাকবে এবং সাথে পেয়ে যাবেন ফ্রি ৫০ মিনিট +৫০ এসএমএস +৫ জিবি ইন্টারনেট যার মেয়াদ ৩০ দিন।

টেলিটক বর্ণমালা সিমের সুবিধা

বিস্তারিত কল এবং ইন্টারনেট রেট সময়
ভয়েস কল (যেকোনো লোকাল অপারেটরে) ৪৫ পয়সা/মিনিট ১ সেকেন্ড
এস এম এস (যেকোনো লোকাল অপারেটরে) ২৫ পয়সা (বাংলা), ৫০ পয়সা (ইংরেজি)
  • এছাড়া প্রতি ৩০ টাকা রিচার্জ করলেই পাবেন ৩০ মিনিট ৩০ এসএমএস এবং ৬০ এমবি ইন্টানেট ৩০ টাকা মূল ব্যালেন্সে থাকবে মেয়াদ ৩ দিন। প্রতিদিন ১ বার করে নিতে পারবেন।
  • সকল ট্যারিফে ভ্যাট, এসডি, ও সারচার্জ প্রযোজ্য হবে।

টেলিটক অপরাজিতা সিম

টেলিটক অপরাজিতা সিমটি শুধু মেয়েদের জন্য শুধুমাত্র বাংলাদেশের নারী শক্তিরাই অপরাজিতা সিমটি নিতে পারবেন। অপরাজিতা সিমটি প্রথমে চালু করে ৯৯ টাকা রিচার্জ করলে আপনার মূল ব্যালেন্সে ৯৯ টাকা থাকবে সাথে ফ্রি ৫০ মিনিট +৫০ এসএমএস +৫ জিবি ইন্টারনেট পেয়ে যাবেন যার মেয়াদ ৩০ দিন।

টেলিটক অপরাজিতা সিমের দাম

টেলিটক অপরাজিতা প্যাকেজের সিমটি মেয়েদের জন্য সরকার ফ্রিতে প্রদান করতেছে। তবে সিমটি সংগ্রহ করার সময় ৯৯ টাকা রিচার্জ করতে হবে। তাহলে আপনি এই সিমে ৯৯ টি এফএনএফ নাম্বার ৪৭ পয়সা/মিনিট যেকোন লোকাল নাম্বারে ২৪ ঘন্টা কথা বলতে পারবেন এবং ১ জিবি ইন্টারনেট ৮ টাকায় ৭ দিন মেয়াদে পেয়ে যাবেন।

টেলিটক অপরাজিতা সিমের সুবিধা

বিস্তারিত কল এবং ইন্টারনেট রেট সময়
ভয়েস কল ৪৭ পয়সা/মিনিটএফ-এন-এফ কল রেইট: ৪৫ পয়সা/মিনিট ২৪ ঘন্টা
এস এম এস ২৫ পয়সা (বাংলা), ৫০ পয়সা (ইংরেজি) (যেকোনো লোকাল অপারেটরে)
পালস ১ সেকেন্ড
পে-পার-ইউজ ৩০ কেবি/পয়সা
  • মাত্র ১৯৯ টাকা রিচার্জে  গ্রাহকরা উপভোগ করতে পারবেন ২৫০ মিনিট টকটাইম যেকোন লোকাল নাম্বারে ৩০০ SMS ও ৫ জিবি ডাটা। মেয়াদ ৩০ দিন।
  • শুধুমাত্র নারী গ্রাহক অপরাজিতা প্যাকেজ ক্রয় ও মাইগ্রেট করতে পারবেন।
  • অপরাজিতা প্যাকেজে মাইগ্রেট করার জন্য নিকটস্থ কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে।
  • স্পেশাল ডাটা প্যাকসমূহ প্যাকেজ এক্টিভেশনের তারিখ থেকে ৩ মাসের জন্য প্রযোজ্য।
  • সকল ট্যারিফে ভ্যাট, এসডি, ও সারচার্জ প্রযোজ্য হবে।

টেলিটক স্বাধীন সিম

বাংলাদেশের স্বাধীনতার কথা স্মরণ করে টেলিটক সিম কোম্পানি স্বাধীনতার মাসে টেলিটক স্বাধীন সিম বাজারে ছেড়ে এই সিমের  মাধ্যমে কথা চলবে স্বাধীনভাবে। টেলিটক কোম্পানি বাংলাদেশের স্বাধীন নাগরীদের জন্য এই স্বাধীনতা প্যাকেজ চালু করেছে খুব অল্প খরচে স্বাধীনভাবে আপনি যেকোনো নাম্বারে কথা বলতে পারবেন।

টেলিটক স্বাধীন সিমের দাম

টেলিটক স্বাধীন সিম এর দাম ১৫০ টাকা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক এনআইডি কার্ডের মাধ্যমে টেলিটক সিম ক্রয় করতে পারবেন এবং টেলিটক স্বাধীন সিমের একটি সুন্দর অফার আছে যে অফারের মাধ্যমে ৭১ জিবি পর্যন্ত ফ্রি ইন্টারনেট পেয়ে যাবেন।

বায়োমেট্রিকভাবে সিম অ্যাক্টিভ করার পর প্রথম ৪৮ টাকা রিচার্জে করে গ্রাহক পাবেন- ৪০ টাকা মূল ব্যালেন্স এবং ফ্রি ১০ জিবি ইন্টারনেট যার মেয়াদ থাকবে ০৭ দিন আরও সাথে পাবেন ১২ মিনিট টকটাইম যেকোনো লোকাল অপারেটরে কথা বলতে পারবেন মেয়াদ হচ্ছে ৭ দিন।

টেলিটক স্বাধীন সিমের অফার

নতুন সংযোগে দুর্দান্ত অফার ৭১ জিবি পর্যন্ত ফ্রি ইন্টারনেট – ২০ টি এফএনএফ – ১ সেকেন্ড পালস  সাথে পাবেন ফ্রি ইন্টারনেট ১ জিবি মেয়াদ থাকবে ৭ দিন। 

  • বায়োমেট্রিকভাবে সিম অ্যাক্টিভ করার পর প্রথম ৪৮ টাকা রিচার্জে গ্রাহক পাবেন
  • ৪০ টাকা মূল ব্যালেন্স ফ্রি ১০ জিবি ডাটা মেয়াদ ৭দিন  ১২ মিনিট টকটাইম যেকোনো লোকাল অপারেটরে মেয়াদ থাকবে ৭ দিন।
  • প্রতি ৩০ দিনে একবার সর্বোচ্চ ১২ বার ১০০ টাকা রিচার্জে গ্রাহক পাবেন  ১০০ টাকা মূল ব্যালেন্স। ফ্রি ৫ জিবি ডাটা মেয়াদ ৭ দিন  অফারটি শুধুমাত্র রিচার্জে পাওয়া যাবে। অফারের মেয়াদ অ্যাক্টিভেশন মাস থেকে ১২ মাস পর্যন্ত।
  • এফএনএফ সংখ্যা ২০ টি এফএনএফ করা নাম্বারে ৪৫ পয়সা/মিনিট যেকোনো লোকাল অপারেটরে
  • সকল ট্যারিফে সম্পুরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ অন্তর্ভূক্ত।
  • স্বাধীন প্যাকেজে মাইগ্রেট করতে Sha লিখে SMS করুন 555 নম্বরে চার্জ ফ্রি।

টেলিটক মায়ের হাসি সিম

শুধুমাত্র প্রাথমিকের বৃত্তি পাওয়া ছাত্রছাত্রীদের মায়েদের জন্য টেলিটক মায়ের হাসি সিমটি চালু করেছে। টেলিটক মায়ের অবশ্যই আপনার ছেলেমেয়েদের প্রাথমিকে বৃত্তি পেতে হবে।প্রাথমিক শিক্ষাস্তরে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মায়েদের টেলিটক দিচ্ছে ফ্রি সিম।

টেলিটক মায়ের হাসি সিমের দাম এবং সুযোগ সুবিধা

মায়ের হাসির সিম উত্তোলন করে প্রথমবার ২৯ টাকা রিচার্জে ৬০ মিনিট টকটাইম এবং ১ জিবি ইন্টারনেট মেয়াদ ১৫ দিন । সাথে আরো পেয়ে যাবেন ৪৭ পয়সা প্রতি মিনিট কল রেট এবং ১ সেকেন্ড পালস ও ১০ টি এফএনএফ।

বিস্তারিত কল এবং ইন্টারনেট রেট
ভয়েস কল রেগুলার কল রেইট ৪৭ পয়সা/মিনিট
এফ এন এফ কল রেইট ৪৫ পয়সা/মিনিট
পালস ১ সেকেন্ড
এস এম এস ২৫ পয়সা (বাংলা), ৫০ পয়সা (ইংরেজি) (যকোনো লোকাল অপারেটরে)
পে-পার-ইউজ ১৫ কেবি/ ১ পয়সা
১ জিবি  ৯ টাকা  ৯ টাকা রিচার্জ করতে হবে মেয়াদ ৭ দিন
  • সকল ট্যারিফে ভ্যাট, এসডি, ও সারচার্জ প্রযোজ্য হবে।
  • প্যাকটি বিক্রয়ের জন্যে নয় ২৯ টাকা রিচার্জে স্টার্টাপ বোনাস হিসেবে থাকছে ৬০ মিনিট টকটাইম এবং ১ জিবি ডাটা মেয়াদ ১৫ দিন।
  • টেলিটক এর বিদ্যমান গ্রাহকগণ (যোগ্য সাপেক্ষে) মায়ের হাসিতে মাইগ্রেট করতে পারবেন।
  • মায়ের হাসি প্যাকে মাইগ্রেট করতে MH লিখে পাঠিয়ে দিন 556 নম্বরে (চার্জ ফ্রি)
  • মায়ের হাসিথেকে অন্য প্যাকেজে মাইগ্রেট করা যাবেনা।

টেলিটক সিমের সকল প্যাকেজের ইন্টারনেট অফার

টেলিটক আমাদের ফোন তাই কম দামে বেশি মেয়াদের টেলিটক ইন্টারনেট  ব্যবহার করুন।

  • ৯ টাকা ১০০ এমবি ডায়াল *১১১*৫০১# মেয়াদ ৭ দিন।
  • ১৭ টাকা ৫০০ এমবি ডায়াল *১১১*৭১৭# মেয়াদ ৭ দিন।
  • ২১ টাকা ১ জিবি ডায়াল *১১১*৫৩৪# মেয়াদ ৭ দিন।
  • ৩৬ টাকা ২ জিবি ডায়াল  *১১১*৭৩৬# মেয়াদ ৭ দিন।
  • 88 টাকা ৩ জিবি  ডায়াল *১১১*৪৪# মেয়াদ ৭ দিন।
  • ৫৬ টাকা  ৪ জিবি ডায়াল *১১১*৭৫৬# মেয়াদ ৭ দিন।
  • ৬৪ টাকা ৫ জিবি  ডায়াল *১১১*৭৬৪# মেয়াদ ৭ দিন।
  • ৯৭ টাকা ১০ জিবি ডায়াল *১১১*৯৭# মেয়াদ ৭ দিন।
  • ১২৯ টাকা ১৫ জিবি ডায়াল *১১১*৫৫১# মেয়াদ ৭ দিন।
  • ২১ টাকা ১০০ এমবি ডায়াল *১১১*৭১৬# মেয়াদ ৩০ দিন।
  • ৩৯ টাকা ৫০০ এমবি ডায়াল *১১১*৫০৩# মেয়াদ ৩০ দিন।
  • ৫৯ টাকা ১ জিবি ডায়াল  *১১১*৪৯# মেয়াদ ৩০ দিন।
  • ৯৩ টাকা  ২ জিবি ডায়াল *১১১*৯৩# মেয়াদ ৩০ দিন।
  • ১৩৯ টাকা ৩ জিবি ডায়াল *১১১*৫৩১# মেয়াদ ৩০ দিন।
  • ১৭৬ টাকা ৪ জিবি ডায়াল *১১১*৭৭৬# মেয়াদ ৩০ দিন।
  • ২০১ টাকা ৫ জিবি ডায়াল *১১১*৫৩২# মেয়াদ ৩০ দিন।
  • ২৩৯ টাকা ১০ জিবি ডায়াল *১১১*৫৫০# মেয়াদ ৩০ দিন।
  • ২৭৬ টাকা ১৫ জিবি ডায়াল *১১১*৭৭৭# মেয়াদ ৩০ দিন।
  • ৩৪৪ টাকা ৩০ জিবি ডায়াল *১১১*৩৪৪# মেয়াদ ৩০ দিন।
  • ৪৪৫ টাকা ৪৫ জিবি ডায়াল *১১১*৪৪৫# মেয়াদ ৩০ দিন।
  • ৩০৯ টাকা ২৫ জিবি ডায়াল *১১১*৩০৯# মেয়াদ আনলিমিটেড।
  • উপরের সবগুলো ইন্টারনেট অফারগুলো My Teletalk apps এ পাবেন।

আরও পড়ুনঃ টেলিটক অফার মিনিট ও ইন্টারনেট 

গ্রাহকদের উদ্দেশ্য কিছু কথাঃ

যে সকল গ্রাহকগণ টেলিটক সিম কিনতে চাচ্ছেন তারা অবশ্যই আমার এই আর্টিকেলটি পড়বেন আমার এই আর্টিকেলে যে সকল প্যাকেজের কথা বলা আছে আপনাদের পছন্দ মতো যে কোন একটি প্যাকেজ ক্রয় করে নিন। অবশ্যই আমরা টেলিটক সিম ব্যবহার করব কারণ বাংলাদেশের একমাত্র সরকারি সিম হচ্ছে টেলিটক সিম। টেলিটক সিম ব্যবহার করলে দেশের টাকা দেশেই থাকবে তাই আমরা অবশ্যই টেলিটক সিম ব্যবহার করব।

11 thoughts on “টেলিটক সকল প্যাকেজ সমূহ এর সুযোগ সুবিধা ২০২৪”

    • শতবর্ষ সিমের স্পেশাল অফার বাতিল হয়ে গেছে কিন্তু এখন টেলিটক সব সিমে ১৭ টাকায় ১ জিবি মেয়াদ ৭ দিনের একটি নতুন প্যাক চালু করে।

      Reply
  1. সার আমার একটা টেলিটক সিম লাগে এখন আমি কিভাবে নিতে পারি দয়া করে জনাবেন মুজিব শতবর্ষ সিম লাগবে

    Reply
    • আপনি স্থানীয় টেলিটক কাস্টমার কেয়ারে গিয়ে মুজিব শতবর্ষ সিম সংগ্রহ করতে পারবেন।

      Reply
  2. টেলিটক শতবর্ষ সিমের বর্তমান কল রেট এবং অফার থাকলে জানতে চাই

    Reply
    • শতবর্ষ সিমের সুবিধা
      বিস্তারিত কল এবং ইন্টারনেট রেট সময়
      ভয়েস কল(যেকোন অপারেটরে) ৪৭ পয়সা/মিনিট ২৪ ঘণ্টা
      পালস ১ সেকেন্ড ২৪ ঘণ্টা
      এস এম এস (যেকোন অপারেটরে) ২৫ পয়সা (বাংলা), ৫০ পয়সা (ইংরেজি) ২৪ ঘণ্টা
      পে-পার-ইউজ ১৫ কেবি/ ১ পয়সা ২৪ ঘণ্টা
      সকল ট্যারিফে ভ্যাট, এসডি ও সারচার্জ প্রযোজ্য হবে।

      Reply
  3. আমার টেলিটক সিমটি কোন প্যাকেজের অন্তরভূক্ত সেটা কিভাবে চেক করবো। এবং আমি ১ পয়সা সেকেন্ড ও প্রতি সেকেন্ডে পাল্স এই অফারটি কিভাবে পেতে পারি।

    Reply
  4. টেলিটক অপরাজিতা সিম একটি এনআইডি নিয়ে কয়টা কিনতে পারবো?

    Reply

Leave a Comment