কাঁচা আম নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস, কবিতা, কিছু কথা

কাঁচা আম নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস, কবিতা, কিছু কথা, বর্তমানে আমের সিজন চলিতেছে তাই অনেকেই এই সিজনে আম খেয়ে থাকেন এবং কাচা আমের ভর্তা বানিয়ে থাকেন তাই অনেকেই ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান।

বর্তমানে এই কাঁচা আম এর সাথে কাসুন্দি দিয়ে ভর্তা বা বিভিন্ন প্রকার আচার বানিয়ে থাকে।  তাই কাঁচা আম বাংলাদেশে অনেক জনপ্রিয়। তাই ইন্টারনেটে কাঁচা আম  নিয়ে ক্যাপশন স্ট্যাটাস কবিতা এবং কিছু কথা খোঁজ করে থাকেন তাহলে অবশ্যই আমার এই লেখাটি পড়বেন।

আম চুরি নিয়ে ক্যাপশন

বর্তমান অনেকেই গাছ থেকে মজার ছলে আম চুরি করে খায় তাই আপনারা যারা আম চুরি নিয়ে ক্যাপশন খোঁজ করিতেছেন তারা অবশ্যই আমার এই আর্টিকেলটি পড়বেন। এই আর্টিকেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আম চুরি নিয়ে ক্যাপশন।

আরও পড়ুনঃ আম নিয়ে ক্যাপশন ছন্দ কবিতা স্ট্যাটাস উক্তি ও কিছু কথা

 আম চুরি – সঞ্চয়িতা রায়

কাঁচা আম খেতে চাই,
কোথায় সে ধন পাই ভাই।
পাশের বাড়ীর বড় গাছে,
থোকায়থোকায় আম আছে।
চুপিচুপি গেলাম যখন,
ঘুমে কাতর সবাই তখন।
রাতের আঁধার কাটে নাই,
একটি বাঁশ খুঁজে পাই।
হাতে নিয়ে দিতেই খোঁচা,
পড়লো আম এক গোছা।
বাঁশের ভিতর কালো ভ্রমর,
হাতে আমার মারলো কামড়।
বিষের জ্বালায় জ্বলে মরি,
ঢিল দিয়ে ফেললাম ছড়ি।
দরজা খুলে আসছে তেড়ে,
গাছের তলায় কে এ-রে?
হায়রে এখন কি করি,
পড়বে ধরা আমার চুরি!
আম কুড়িয়ে নিলাম হাতে,
মিশে গেলাম গুড়ার সাথে।
ভয়ে হলাম আধ খান,
কি করে বাঁচাই প্রাণ।
চোরে মালিকে লুকোচুরি,
খেললাম কত ঘুরিঘুরি
না পেয়ে কারো দেখা,
চলে গেলো বেটা বোকা।
এক পা দুই পা করে,
চলে এলাম নিজের ঘরে।

আম চুরি – কবির কাঞ্চন

মগডালে ঝুলে আছে

পাকা পাকা আম

রবি কয় ছবি ববি

তোরা একটু থাম।

ঐ ডালে ছুড়ে দিলে

কয়েকটা ঢিল

আমগুলো পড়ে যাবে

আয় না রে জিল।

চারজনে একাধারে

ঢিল ছুড়ে যায়

আমগুলো একে একে

ঝরে পড়ে যায়।

আমগুলো হাতে নিয়ে

যেই মুখে নেয়

দারোয়ান ছুটে এসে

খুব বকে দেয়।

দারোয়ান রেগে বলে

ছাড়ব না আজ

আম খাওয়া চুরি করে

নয় ভালো কাজ।

থাকিতে পারি না আর

তোদের জ্বালায়

এই শুনে ওরা সবে

দৌড়ে পালায়।

 কাঁচা আম চুরি – ইনফো টিপস
চুরি করেছি কাঁচা আমটা তাইতো ধরেছে মালিক ব্যাটা-টা
জিব্বা তে এসেছিল পানি তাইতো চুরি করেছি কাঁচা আমটা
ছোটবেলার স্বভাব কি ভোলা যায় রে তাইতো করেছি চুরি আমরে?

কাঁচা আম নিয়ে ক্যাপশন

বাংলাদেশে বর্তমানে আম একটি বহুল জনপ্রিয় ফল তাই যে সকল পাঠক বৃন্দ কাঁচা আম নিয়ে ক্যাপশন খোঁজ করিতেছেন তারা অবশ্যই আমার ওয়েবসাইট থেকে প্রকাশিত লেখাগুলো পড়বেন।

 গ্রীষ্মের কাঁচা আম
টক কিংবা মিষ্টি😋,
নুন, লঙ্কা মাখিয়ে নিলেই
লাগে বড়ো টেষ্টি🤤।।

 ঝরে পড়ে আম বৈশাখী ঝড়ে,
ঝড়েতেই আম ঝরে, ঝরে পড়ে,
কাঁচা আম, পাকা আম সব আম পড়ে,
বৈশাখী ঝড়েতে ধূপ ধাপ ঝরে।

 ফলের রাজা আম,
তাইতো তার দাম,
মজা করে খাম,
কাঁচা আমে নুন- লঙ্কা গুঁড়ো,
জিভে আসে জল,
বন্ধুরে তোরা কোথায় আছিস,
আম খেতে যাবি চল।

কাঁচা আম নিয়ে স্ট্যাটাস

কাঁচা আমের গুনা-গুন পাকা আমের চাইতে কোন অংশে কম নয় বরং কাঁচা আমের গুণা-গুন পাক আমের চেয়ে বেশি। কাঁচা আমি প্রচুর পরিমাণ ভিটামিন সি সমৃদ্ধ তাই রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। তাই যে সকল পাঠক কাঁচা আম এর স্ট্যাটাস খোঁজ করিতেছেন তারা অবশ্যই আমার এই আর্টিকেলটি পড়বেন।

আপনি যদি আম পড়ার জন্য অপেক্ষা করেন,
তবে আপনি আপনার সময় নষ্ট করবেন,
সেই সময় অন্য মানুষ কীভাবে গাছে উঠবে তা শিখে নিবে।
ঝড়ের দিনে মামার দেশে,
আম কুড়াতে সুখ,
পাকা জামের শাখায় উঠি,
রঙিন করি মুখ।
বাড়িতে বসে আম গাছের জন্য অপেক্ষা করবেন না,
যে আপনি যেখানেই থাকুন না কেন আম চলে আসবে।
এটা ঘটবে না। আপনি যদি সত্যিই পরিবর্তনের জন্য ক্ষুধার্ত হন,
তাহলে আপনার আরামদায়ক অঞ্চলের বাইরে যান এবং বিশ্বকে পরিবর্তন করুন।

কচি আম-ঝাল-টক খাইয়া,

গিন্নিমায় বৌঝির সাথে করে টক্ষাই টক্ষাই!

আইবুড়ো আইবুড়ি জল গেল ছগেলাস।

কাঁচা আম নিয়ে কবিতা

আপনারা যারা কাঁচা আম নিয়ে কবিতা খোঁজ করিতেছেন তারা অবশ্যই আমার ওয়েবসাইটের এই আর্টিকেলটি পড়বেন এই আর্টিকেল এর মাধ্যমে জানতে পারবেন কাঁচা আম নিয়ে কবিতা।

কাঁচা আমের ভর্তা – মোহাম্মদ ইরফান

টিনের চালে আম পড়েছে
নে কুড়িয়ে নে
কাঁচা আমের ভর্তা আমায়
দে বানিয়ে দে।

পোড়া মরিচ,কাঁচা মরিচ
ঘানি ভাঙ্গা তেল
পিয়াজ,রসুন,লবন,চিনি
সবটা দিয়ে ফেল্।

ধনিয়া পাতা,সরষে বাটা
একটু পরে দিস
আমের বোটা ফেলে দিবি
এইটা হল বিষ।

কাঁচা আমের ভর্তা দেখে
জিহ্বায় এলো জল
এতো দেরি করলে তোরা
খাবো কখন বল।

কাঁচা আম নিয়ে কিছু কথাঃ

পুষ্টিবিদরা বলেন কাঁচা আম শরীরের জন্য অন্তত ভালো, কাঁচা আম খেলে শরীরে কোন নেতিবাচক কোন প্রভাব পড়ে না। কাঁচা আমে  প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে তাই প্রচন্ড গরমে শরীরকে ঠান্ডা রাখতে সহায়তা করে।

কাঁচা আম খেলে শরীরের ওজন কমে তাই যাদের স্বাস্থ্য বেশি তারা অবশ্যই কাঁচা আম খাবেন। কাঁচা আম খেলে শরীলের রক্তস্বল্পতা কমে যায় কারণ কাঁচা আমি প্রচুর পরিমাণ আয়রন ও লৌহ পদার্থ আছে তাই আমরা সবাই বেশি বেশি কাঁচা আম খাব।

Leave a Comment