রবি ইমু প্যাক ২০২৪ | রবি ইমো প্যাক 30 দিনের কোড, আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে ৫টি টেলিকম কোম্পানি রয়েছে এর মধ্যে রবি অন্যতম টেলিকম কোম্পানি। আপনারা অনেকে আছেন শুধুমাত্র রবি সিমে ইমু চালানোর জন্য ইন্টারনেট ব্যবহার করেন। বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারী ৫০ শতাংশ মানুষ ইমু ব্যবহার করে শুধুমাত্র তাদের স্বামী বিদেশ থাকার কারণে। তাই আপনারা যারা শুধুমাত্র রবি ইমু প্যাক ব্যবহার করবেন তারা অবশ্যই আজকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন রবি ইমু প্যাক এবং রবি ১ জিবি ইমু প্যাক কত টাকা সে সম্পর্কে।
রবি ইমু প্যাক ২০২৪
বেশ কিছুদিন আগে রবি সিম কোম্পানি এবং এয়ারটেল সিম কোম্পানি মিলে একটি কোম্পানিতে রূপান্তরিত হয়েছে। তাই বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জনপ্রিয় সিম হচ্ছে রবি সিম। রবি সিম কোম্পানি সব সময় তাদের গ্রাহককে ভালো সেবা প্রদান করে থাকে। তাই শুধুমাত্র রবি তাদের গ্রাহকদের জন্য রবি ইমু প্যাক চালু করেছে। তাই আপনারা যারা রবি সিমে ইমু প্যাক ক্রয় করবেন তাদের জন্য রবি ইমু প্যাক গুলো নিম্নে দেওয়া হলো আপনাদের পছন্দমত রবি ইমু প্যাক গুলো ক্রয় করতে পারেন।
-
১ জিবি ইন্টারনেট ৩৮ টাকা মেয়াদ ৭ দিন নিতে শুধুমাত্র ৩৮ টাকা রিচার্জ করতে হবে।
-
৪০০ এমবি ইন্টারনেট ২৫ টাকা মেয়াদ ৩০ দিন নিতে ডায়াল করুন *123*056# এই নাম্বারে।
-
৩৫০ এমবি ইন্টারনেট ২০ টাকা মেয়াদ ৩০ দিন নিতে ডায়াল করুন *123*55# এই নাম্বারে।
- ১ জিবি ইন্টারনেট ৮৮ টাকা মেয়াদ ৩০ দিন নিতে শুধুমাত্র ৮৮ টাকা রিচার্জ করতে হবে।
রবি ১ জিবি ইমু প্যাক
বর্তমানে রবি সিম কোম্পানি ১ জিবির দুটি ইমু প্যাকের অফার চালু রেখেছে। তাই আপনারা যারা রবি ১ জিবি ইমু প্যাক ক্রয় করবেন তারা অবশ্যই সর্বপ্রথম ৩৮ টাকা রিচার্জ করে ১ জিবি ইমু প্যাক নিতে পারবেন মেয়াদ থাকবে ৭ দিন এবং দ্বিতীয়ত ৮৮ টাকা রিচার্জ করে ১ জিবি ইমু প্যাক ক্রয় করতে পারবেন যার মেয়াদ থাকবে ৩০ দিন।
শর্তাবলী
-
গ্রাহক এই প্যাকটি (৩৮ টাকা ও ৮৮ টাকা) বিকাশ, নগদ, উপায় , রকেট, ট্যাপের এর মাধ্যমে রিচার্জ করে এবং ইউএসএসডি *৪*৩৮# ডায়াল করে অথবা মাই রবি অ্যাপের মাধ্যমে কিনতে ক্লিক করুন cutt.ly/myrobi1
-
রবির ইমু প্যাকের মেয়াদ বা ভলিউম শেষ হয়ে গেলে সর্বোচ্চ PPU (Pay Per Use) চার্জ হবে ৬.৬৬২৫ টাকা (ভ্যাট, এসডি এবং এসসি সহ)।
-
রবি গ্রাহক যদি এই একই ক্যাম্পেইন অফারটি পুনরায় ক্রয় করেন, তাহলে অব্যবহৃত ইন্টারনেট নতুন রবি ইমু প্যাক এর সাথে যোগ হবে।
-
রবি প্রিপেইড এবং পোস্টপেইড উভয় গ্রাহকই রিচার্জের মাধ্যমে এই অফারটি ক্রয় করতে পারবেন এবং আপনারা চাইলে খুব সহজে মাই রবি অ্যাপ এর মাধ্যমে ক্রয় করতে পারবেন।
-
ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৩#।
-
প্রোডাক্টটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে।
রবি ইমো প্যাক 30 দিনের কোড
আপনারা বর্তমানে অনেকেই রবি সিমে ইমু ব্যবহার করে থাকেন তাই বিভিন্ন সময় আপনাদের ইমু ইন্টারনেট প্রয়োজন হয়। তাই আপনারা যারা রবি সিমে ইমো ব্যবহার করবেন তাদের অনেকেরই ৩০ দিনের কোড প্রয়োজন হয় আজকের এই পোষ্টের মাধ্যমে আপনারা খুব সহজেই রবি ইমো প্যাক 30 দিনের কোড পেয়ে যাবেন।
- ১ জিবি ইমু ইন্টারনেট ৮৮ টাকা মেয়াদ ৩০ দিন পেতে ডায়াল করুন *123*088# এই নাম্বারে।
আরও পড়ুনঃ রবি বন্ধ সিম অফার
রবি ইমু প্যাকের শর্তাবলি
আপনারা যারা রবিতে ইমু প্যাক চালাবেন তাদের জন্য রবি সিম কোম্পানি কিছু শর্ত প্রযোজ্য করেছে। নিম্নলিখিত রবি ইমু প্যাক এর শর্তগুলি দেখে নিন।
-
রবি সিমে ইমু প্যাক ক্রয় করতে হলে অবশ্যই আপনার সিমে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকতে হবে
-
অফার চলাকালী প্রিপেড এবং পোস্টপেইড গ্রাহকরা যতবার খুশি ততবার অফার গুলো নিতে পারবেন।
-
রবি ইমু প্যাক এর এমবি গুলো শুধুমাত্র ইমু ব্যবহার করার জন্য আপনারা ব্যবহার করতে পারবেন।
-
এই রবি ইমু প্যাক গুলো শুধুমাত্র রবি প্রিপেড এবং পোস্টপেইড গ্রাহকরা শুধুমাত্র ব্যবহার করতে পারবেন।
সর্বশেষ কথাঃ
আজকে আমরা এই আর্টিকেলের মাধ্যমে জানানোর চেষ্টা করেছি রবি ইমু প্যাক সম্পর্কে। আপনারা যারা রবি সিমে ইমু প্যাক ব্যবহার করবেন তারা একটি কথা মাথায় রাখবেন যখন আপনি ইমু প্যাক ব্যবহার করবেন তখন অবশ্যই মোবাইলের ব্যালেন্সের টাকা রাখা যাবে না কারণ টাকা রাখলে রবি সিম কোম্পানি আপনাদের সিম থেকে টাকা কেটে নিবে। তাই আপনাদের মোবাইলে ব্যালেন্স না রেখে ৩৮ টাকা অথবা ৮৮ টাকা রিচার্জ করে ইমু প্যাক ক্রয় করে নিবেন। যদি আমার এই আর্টিকেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন।