বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম, বর্তমানে বিকাশ থেকে বিদ্যুৎ বিল দেওয়া একদম সহজ এবং সিম্পল। বিকাশ তাদের গ্রাহকের কথা চিন্তা করে ঘরে বসে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য সিস্টেম চালু করেছে। বিকাশ গ্রাহকগণ তাদের বিকাশ একাউন্ট থেকে পল্লী বিদ্যুৎ পিডিবির প্রিপেইড এবং পোস্টপেইড বিল দিতে পারবে। বর্তমানে বিদ্যুৎ গ্রাহকগণ ব্যাংকের আউটলেটে এবং বিদ্যুৎ বিলের এজেন্ট দোকানে না গিয়ে খুব সহজে বিকাশের অ্যাপ বা ডায়াল করে ঘরে বসে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।
বিকাশ একাউন্টের মাধ্যমে খুব সহজে আপনি আপনার বাসাবাড়ি, দোকানপাট এর বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন কোন প্রকার ব্যাংক বা এজেন্ট দোকানে না গিয়ে। আপনার সময় এবং খরচ দুটোই বেঁচে যাবে বিকাশের মাধ্যমে বিল পরিশোধ করিলে তাই অবশ্যই আপনারা বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন। তাহলে প্রিয় গ্রাহক চলেন দেখে নিয়া যাক বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম।
বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম
বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম, বর্তমান ডিজিটাল যুগে সকলেই চায় সময় বাঁচিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য। সময় এবং খরচ বাঁচানোর জন্য বিকাশ নিয়ে এসেছে খুব সহজে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম। আপনি একটি পার্সোনাল বিকাশ একাউন্ট থেকে প্রতি মাসে ০৫ টি বিদ্যুৎ বিল ফ্রিতে পরিশোধ করতে পারবেন।
আপনার পার্সোনাল বিকাশ একাউন্টের মাধ্যমে ডায়াল করে বা অ্যাপের মাধ্যমে খুব সহজে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন তাই আর দেরি না করে এখনই আপনার বিকাশ থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করুন। তাই আপনারা যারা বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন তারা অবশ্যই বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম গুলো পড়বেন।
বিদ্যুৎ বিল পরিশোধ করার প্রথম পদক্ষেপ
আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে বিকাশ অ্যাপে প্রবেশ করুন এবং নিজের বিকাশ একাউন্টের পিন নাম্বার দিয়ে বিকাশে লগিন করুন। আপনি আপনার বিকাশের হোমপেজে যাবেন এবং বিকাশে লগইন করার পরে হোমপেজে পে বিল অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।
বিদ্যুৎ বিল পরিশোধ করার দ্বিতীয় পদক্ষেপ
আপনি কি ধরনের বিল পে করতে চাচ্ছেন তা জানতে চাইবে যেমনঃ গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানির বিল ইত্যাদি. আপনি যদি বিদ্যুৎ বিল পরিশোধ করতে চান তাহলে বিদ্যুৎ বিল অপশনটি সিলেক্ট করুন। এরপর আপনার বিদ্যুৎ কোম্পানির নাম দেখতে পারবেন। সেখান থেকেই আপনি আপনার বিদ্যুৎ কোম্পানির নাম সিলেক্ট করুন। আপনি যদি প্রিপেইড এবং পোস্টপেইড মিটার ব্যবহার করে থাকেন তাহলে আপনার ব্যবহৃত মিটার অনুযায়ী প্রিপেড বা পোস্টপেইড সিলেক্ট করুন এবং বিল পরিশোধ করুন।
বিদ্যুৎ বিল পরিশোধ করার তৃতীয় পদক্ষেপ
-
আপনি যদি বিদ্যুৎ বিল পরিশোধ করতে চান তাহলে আপনাকে পোষ্টপেইড অপশন সিলেক্ট করতে হবে এবং সেখানে বিদ্যুৎ বিলের মাস, এস এম এস নং দিয়ে “বিল পে” করতে হবে।
-
পরবর্তী পদক্ষেপ মাস ও সাল দেখতে পাবেন সেখানে ক্লিক করে আপনি কোন মাসের বিল পে করতে চান তা বেছে নিন।
-
তারপর একটি পেজ পাবেন সেখানে আপনার এসএমএস অ্যাকাউন্ট নাম্বার যদি সঠিক থাকে তাহলে নিজের বিদ্যুৎ বিলের সব তথ্য দেখতে পাবেন। এরপর আপনার বিদ্যুৎ বিলের বিস্তারিত সবকিছু দেখতে পারবেন।
বিদ্যুৎ বিল পরিশোধ করার চতুর্থ পদক্ষেপ
এরপর একটি পেজ আসবে আপনাকে শুধু বিল পেমেন্ট করতে হবে এবং আপনার বিকাশ পিন নাম্বারটা দিতে হবে। তারপরে আরো ট্যাপ করে ধরে রাখুন যে পর্যন্ত আপনার বিদ্যুৎ বিল পেমেন্ট সাকসেসফুল না দেখায়। পেমেন্ট সাকসেসফুল দেখানোর পরে একটি রিসিট পাবেন সেটি ডাউনলোড করে রাখুন। পরবর্তীতে একই সিস্টেমে বিদ্যুৎ বিল দিতে সেভ করে রাখুন। আপনাদের বুঝতে সমস্যা হলে নিচের ছবি অনুযায়ী বিদ্যুৎ বিলটি পরিশোধ করুন।
আরও পড়ুনঃ বিকাশে উপবৃত্তির টাকা দেখার নিয়ম
বিকাশে বিদ্যুৎ বিল কিভাবে দিতে হয়
আপনারা খুব সহজেই বিকাশ থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। যে সকল গ্রাহকের সময়ের অভাব এবং ব্যাংকে যেতে অনিচ্ছুক সেই সকল গ্রাহকগণ বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। বিকাশ তাদেরকে জন্য মাসে পাঁচটি বিদ্যুৎ পরিষদের সুবর্ণ সুযোগ দিয়েছে। এই সুযোগ অনুযায়ী আপনার পাঁচটি বিদ্যুৎ বিল ফ্রি তে পরিশোধ করতে পারবেন। আপনি বিকাশ থেকে খুব সহজেই অ্যাপস এর মাধ্যমে বা ডায়াল করে বিদ্যুৎ বিলটি পরিশোধ করতে পারবেন। আপনি আপনার ফোন থেকে *247# ডায়াল করে বিদ্যুৎ বিলটি পরিশোধ করতে পারবেন।
-
প্রথমে আপনি *২৪৭# ডায়াল করবেন।
-
এরপর bkash মেনু চলে আসবে আপনি ৬ নাম্বরে থাকা Pay Bill এ ক্লিক করবেন।
-
তারপর Electricity সিলেক্ট করুন।
-
আপনার যদি প্রিপেইড মিটার হয় তাহলে প্রিপেইড মিটার সিলেট করুন।
-
আপনার যদি পোস্টপেইড মিটার হয় তাহলে পোস্টপেইড মিটার সিলেক্ট করুন।
-
এরপর একটি অপশন আসবে আপনার বিদ্যুৎ কোম্পানির নাম গুলো।
-
আপনি যে বিদ্যুৎ কোম্পানি ব্যবহার করেন সেই বিদ্যুৎ কোম্পানি সিলেট করুন।
-
বিলে উল্লেখিত এসএমএস নিাম্বারটি দেন।
-
বিলের মাস ও বছর দিন।
-
যদি প্রিপেড গ্রাহক হন তাহলে আপনার ইচ্ছামতো টাকা রিচার্জ করুন।
-
যদি পোস্টপেইড গ্রাহক হয়ে থাকেন তাহলে এই মাসে আপনার কত টাকা বিল এসেছে সেই এমাউন্টটি দেখাবে।
-
সর্বশেষ বিলের এমাউন্টটি বসিয়ে পিন নাম্বার দিয়ে বিল পরিশোধ করুন।
বিকাশে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম
আপনি বিকাশ থেকে খুব সহজে পল্লী বিদ্যুৎ এর বিল দিতে পারবেন। বাংলাদেশের বিকাশে বিল দেওয়ার সিস্টেম চালু হওয়ার পর থেকে বিদ্যুৎ বিল দেওয়া একদম সহজ হয়ে গেছে তাই আপনি আপনার বিকাশ থেকে খুব সহজে পল্লী বিদ্যুতে বিল দিতে পারবেন। নিচে দেওয়া নিয়মগুলো ফলো করলে খুব সহজেই পল্লী বিদ্যুতের বিল দিতে পারবেন।
-
প্রথমে আপনি *২৪৭# ডায়াল করবেন।
-
এরপর bkash মেনু চলে আসবে আপনি ৬ নাম্বরে থাকা Pay Bill এ ক্লিক করবেন।
-
তারপর Electricity সিলেক্ট করুন।
-
আপনার যদি প্রিপেইড মিটার হয় তাহলে প্রিপেইড মিটার সিলেট করুন।
-
আপনার যদি পোস্টপেইড মিটার হয় তাহলে পোস্টপেইড মিটার সিলেক্ট করুন।
-
এরপর একটি অপশন পল্লী বিদ্যুৎ কোম্পানির নাম আসবে।
-
আপনি পল্লী বিদ্যুৎ কোম্পানির নাম সিলেট করুন।
-
বিলে উল্লেখিত এসএমএস নিাম্বারটি দেন।
-
বিলের মাস ও বছর দিন।
-
যদি প্রিপেড গ্রাহক হন তাহলে আপনার ইচ্ছামতো টাকা রিচার্জ করুন।
-
যদি পোস্টপেইড গ্রাহক হয়ে থাকেন তাহলে এই মাসে আপনার কত টাকা বিল এসেছে সেই এমাউন্টটি দেখাবে।
-
সর্বশেষ বিলের এমাউন্টটি বসিয়ে পিন নাম্বার দিয়ে বিল পরিশোধ করুন।
বিকাশ থেকে প্রিপেইড বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম
প্রিপেড গ্রাহকগণ খুব সহজে বিকাশ থেকে বিদ্যুৎ বিল দিতে পারবেন। আপনি বিকাশ এপস এর মাধ্যমে এবং ডালের মাধ্যমে প্রিপেইড মিটারে বিদ্যুৎ রিসার্চ করতে পারবেন। প্রিপেইড এর অর্থ হলো আপনাকে আগে বিল পরিশোধ করতে হবে। আপনি মিটারে আগে টাকা ঢুকাবেন এবং বিদ্যুৎ কোম্পানির রেট অনুযায়ী আপনার মিটার থেকে টাকা কেটে নিবে। নিচে দেওয়া অপশন থেকে আপনার প্রিপেইড মিটারটি রিচার্জ করে নিন।
-
প্রথমে আপনি *২৪৭# ডায়াল করবেন।
-
এরপর bkash মেনু চলে আসবে আপনি ৬ নাম্বরে থাকা Pay Bill এ ক্লিক করবেন।
-
তারপর Electricity সিলেক্ট করুন।
-
প্রিপেইড মিটার সিলেট করুন।
-
আপনার ব্যবহারিত বিদ্যুৎ কোম্পানিটির নাম সিলেক্ট করুন।
-
আপনার প্রিপেড কার্ডের নাম্বারটি বসান।
-
বিলের মাস ও বছর দিন।
-
প্রিপেড গ্রাহকগণ ইচ্ছামত টাকা রিচার্জ করতে পারবেন।
-
সর্বশেষ বিলের এমাউন্টটি বসিয়ে পিন নাম্বার দিয়ে বিল পরিশোধ করুন।
-
আপনি বিকাশ অ্যাপ এ গিয়ে প্রথমে বিল পেতে সিলেট করুন।
-
আপনার বিদ্যুৎ কোম্পানি সিলেট করুন।
-
আপনার প্রিপেইড মিটারের কার্ডটির নাম্বার বসিয়ে আপনার ইচ্ছামত টাকা রিচার্জ করুন।
গ্রাহকের উদ্দেশ্যে কিছু কথাঃ
বিকাশ অ্যাপ বা ডায়াল এর মাধ্যমে যখন বিদ্যুৎ বিল পরিশোধ করবেন অবশ্যই আপনার বিল নাম্বারটি এবং প্রিপেইড মিটারের কার্ড নাম্বারটি ভালো করে চেক করে নাম্বারটি তুলবেন কারন একবার ভুল হয়ে গেলে বিকাশ থেকে টাকা আর ব্যাক দিবে না। তাই আপনি ভালোভাবে চেক করে নাম্বারটি সঠিক ভাবে দিয়া বিদ্যুৎ বিল পরিশোধ করুন। আশা করি আজকের এই পোষ্টের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম।
এস এম এস নাম্বার না থাকলে কিবাবে বিল দিবো
অবশ্যই বিদ্যুৎ বিল এর কাগজে এসএমএস নাম্বার আছে। আর যদি আপনার মিটার প্রিপেড হয় তাহলে মিটারের কার্ডের পিছনে দেখেন নাম্বার আছে।
দোকানিরা কিভাবে বিদ্যুৎ বিল দেয়?
দোকানদারীদের এজেন্ট সিম আছে।