কক্সবাজার কলাতলী হোটেল ভাড়া কত টাকা ২০২৪

কক্সবাজার কলাতলী হোটেল ভাড়া, বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় সমুদ্র সৈকত রয়েছে তবে পৃথিবীর মধ্যে অন্যতম একটি সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজারের সমুদ্র  সৈকত। বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশ থেকেও ভ্রমণ পিপাসু লোকজন কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসে। তো কক্সবাজার বেড়াতে আসলে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হোটেল ভাড়া। কারন আপনি যদি কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসেন তাহলে অবশ্যই আপনাকে যেকোনো একটি হোটেলে ভাড়া করে রাত্রি যাপন করতে হবে।

আপনি যদি কক্সবাজার পাড়াতে আসেন তাহলে অবশ্যই একটি হোটেল ভাড়া করতে হবে তো এই ভাড়া নিয়ে অনেক ওয়েবসাইটে অনেক রকম পোস্ট করে থাকে যেগুলোতে আপনারা বিভ্রান্তি হয়ে থাকেন। তাই আপনাদের জন্য কম দামের হোটেল থেকে শুরু করে লাখ টাকার হোটেল এর সন্ধান দেওয়ার চেষ্টা করবো। তবে আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে কক্সবাজার কলাতলী হোটেল ভাড়া কত টাকা?

আপনারা যারা কক্সবাজার ভ্রমণ করতে চাচ্ছেন তারা অবশ্যই কক্সবাজার কলাতলী হোটেল ভাড়া সম্পর্কে বিস্তারিত জেনে নিবেন। আপনারা আমার এই আরটিকাল এর মাধ্যমে জানতে পারবেন কক্সবাজার কলাতলী হোটেল ভাড়া কত টাকা এবং কক্সবাজারের সকল হোটেলের তালিকা আরও জানতে পারবেন ওই সকল হোটেলের ঠিকানা এবং ফোন নাম্বার। তাহলে আর দেরি না করে চলেন শুরু করা যাক আজকের এই আর্টিকেলটি।

কক্সবাজার কলাতলী হোটেল ভাড়া

কক্সবাজার কলাতলী হোটেল ভাড়া, বাংলাদেশের সর্ব দক্ষিণে অবস্থিত কক্সবাজার জেলা এই জেলায় রয়েছে বিশাল সমুদ্র সৈকত যা পৃথিবীর সবচাইতে দীর্ঘতম সমুদ্র সৈকত। তাই বিশ্বের বিভিন্ন দেশে এবং বাংলাদেশ থেকে কক্সবাজারে সমুদ্রের জন্য পর্যটক এসে থাকে। কক্সবাজার ভ্রমণের আসার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হোটেল ভাড়া। তাই আপনারা যারা কক্সবাজার ভ্রমণ করতে চাচ্ছেন তারা আমার এই আর্টিকেল থেকে অবশ্যই কক্সবাজার কলাতলী হোটেল ভাড়া জেনে নিবেন।

কেননা আজকের এই পোষ্টের মাধ্যমে আপনাদের সামনে কক্সবাজার কলাতলী হোটেল ভাড়া সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানানোর চেষ্টা করবো। কক্সবাজার আসলে আপনি শতশত হোটেল দেখতে পারবেন যেখানে প্রত্যেকটি হোটেলের আলাদা আলাদা ভাড়া নির্ধারণ করা আছে।  আপনি সেখানে এক হাজার টাকা থেকে শুরু করে প্রায় এক লক্ষ টাকার হোটেল রুম ভাড়া করতে পারবেন।

অনেক পর্যটকই আছে কক্সবাজার গিয়ে হোটেল ভাড়া নিয়ে বিশাল সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। কারণ অনেক সময় বিভিন্ন হোটেলে গিয়ে দেখা যায় যে নির্ধারিত মূল্যের থেকে বেশি টাকা চাচ্ছে তাই আপনি যদি আমার এই পুরো আর্টিকেলটি পড়েন তাহলে হোটেল সম্পর্কিত সকলার তালিকা আপনি জানতে পারবেন এবং আপনার কাছ থেকে নির্ধারিত মূল্য থেকে বেশি টাকা চাইতে পারবে না।

কম খরচে কক্সবাজার হোটেল এর তালিকা

আপনি যদি কক্সবাজার এসে থাকেন তাহলে লক্ষ্য করবেন যে কক্সবাজারে হাজার হাজার হোটেল রয়েছে যে হোটেলগুলোতে আপনাকে রুম ভাড়া দিতে চাইবে তবে এই হাজার হাজার হোটেলের ভিতরে বেশ কয়েকটি হোটেলের তালিকা উল্লেখ করতে যাচ্ছি এসব হোটেলে কম খরচে ভাল সার্ভিস পাবেন। আর এই হোটেল গুলো কক্সবাজারের কলাতলীতে অবস্থিত তাই আপনারা খুব সহজেই এই হোটেল গুলো থেকে সমুদ্র সৈকতে যেতে পারবেন।

  • ব্লু ওসেন।
  • সায়মন বিচ।
  • উর্মি গেস্ট হাউজ।
  • ডায়মন্ড প্যালেস গেস্ট হাউস।
  • সী হ্যাভেন গেস্ট হাউজ।
  • সী হিল গেস্ট হাউজ।
  • সী আরাফাত রিসোর্ট।
  • হোটেল সী আলিফ।
  • লং বিচ হোটেল।
  • ওসান প্যারাডাইস।
  • কলাতলীতে হোটেল।
  • ইনানী রয়েল রিসোর্ট।

কক্সবাজারের সকল হোটেল ভাড়ার তালিকা

প্রিয় সম্মানিত পর্যটকগণ এই আর্টিকালের মাধ্যমে কক্সবাজার অবস্থিত সকল হোটেলের ভাড়ার তালিকা উল্লেখ করতে যাচ্ছি। এছাড়াও আপনি এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন বিভিন্ন হোটেলের নাম এবং সেই সকল হোটেলের ভাড়া কত আর্টিকেল এর মাধ্যমে সেটিও জানতে পারবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সকল হোটেলের ফোন নাম্বার উল্লেখ করা থাকবে এই নাম্বারে আপনারা ফোন দিয়ে খুব সহজেই হোটেল বুকিং করতে পারবেন। অতএব কক্সবাজার অবস্থিত কয়েকটি হোটেলের ভাড়ার তালিকা এবং হোটেলের ঠিকানা নিম্নে উল্লেখ করা হলো।

  • সিগাল হোটেল
    ঠিকানা: হোটেল মোটেল জোন, সমুদ্র সৈকত
    যোগাযোগের নম্বর: +88 0341 62480-90
  • লং বিচ হোটেল
    ঠিকানা: 14 কলাতলী, হোটেল-মোটেল জোন
    যোগাযোগের নম্বর: +88 0341 51843-6
  • ওসান প্যারাডাইস
    ঠিকানা:28–29,হোটেল-মোটেল-জোন-কলাতলী।
    যোগাযোগের নম্বর: +88 09619 675 675
  • রয়্যাল টিউলিপ হোটেল
    ঠিকানাঃ জালিয়াপালং, ইনানী, উখিয়া
    যোগাযোগের নম্বর: +880 34152666-80
  • এক্সোটিকা সাম্পান
    ঠিকানা: মেরিন ড্রাইভ পয়েন্ট
    যোগাযোগের নম্বর: +880 1876 000022
  • হোটেল কল্লোল
    ঠিকানা: হোটেল মোটেল জোন, কল্লোল পয়েন্ট
    যোগাযোগের নম্বর: +880 341 64748
  • সি কক্স রিসোর্ট
    ঠিকানা: New Beach Rd
    যোগাযোগের নম্বর: +880 1815 014840
  • ইকরা বিচ হোটেল
    ঠিকানাঃ মেইন রোড, কলাতলী
    যোগাযোগের নম্বর: +880 1751 552517
  • হোটেল কোস্টাল পিস
    ঠিকানা: বাড়ি-৬, ব্লক-বি, কলাতলী রোড
    যোগাযোগের নম্বর: +880 1755 521797
  • কক্স টুডে
    ঠিকানা: প্লট-৭,রোড-০২,কলাতলী
    যোগাযোগের নম্বর:+880 1755 598449
  • সায়েমান বিচ রিসোর্ট
    ঠিকানাঃ মেরিন ড্রাইভ রোড,কলাতলী
    যোগাযোগের নম্বর:+880 9610 777 888
  • হোটেল নিশোরগো
    ঠিকানা: প্লট নং 492 মেরিন ড্রাইভ রোড
    যোগাযোগের নম্বর: +880 1851 703701
  • হেরিটেজ হোটেল
    ঠিকানা: 173-1, বাইপাস রোড, কলাতলী সার্কেল
    যোগাযোগের নম্বর: +880 341 52611
  • হোটেল সি ক্রাউন
    ঠিকানাঃ মেরিন ড্রাইভ, কলাতলী নিউ বিচ
    যোগাযোগের নম্বর: +880 1833 331703
  • ডিভাইন ইকো রিসোর্ট
    ঠিকানা: কোলাতলী সার্কেলের কাছে, ডিভাইন সানসেট বিচ
    যোগাযোগের নম্বর: +880 1972 090 950

লং বিচ হোটেল ভাড়া কত

আপনারা যারা কক্সবাজার বেড়াতে আসেন তারা অনেকেই লং বিচ হোটেলে এসে থাকেন এই হোটেলটি কলাতলী বিচের সাথে অবস্থিত। লং বিচ হোটেলে একটি রুমের জন্য প্রতি রাতে সর্বনিম্ন ৫ থেকে ৭ হাজার টাকা ভাড়া নিয়ে থাকে এবং সর্বোচ্চ ভাড়া ৪০ হাজার থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত।

  • হোটেলের যোগাযোগ নাম্বারঃ ০১৭৫৫৬৬০০৫১

সায়মন বিচ রিসোর্ট ভাড়া কত

সায়মন বিচ রিসোর্ট কক্সবাজারের কলাতলী মেরিন ড্রাইভ রোডের সাথে অবস্থিত। তাই হোটেলটি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় একটি হোটেল। অন্য সকল রিসেটর থেকে এই রিসোর্ট এর রুমগুলোর ভাড়া অনেকটাই কম হয়ে থাকে এবং ভালো মানের সার্ভিস দিয়ে থাকে তাই এই সায়মন বিচ রিসোর্ট এর সর্বনিম্ন ভাড়া হচ্ছে ৭ হাজার টাকা এবং সর্বোচ্চ ভাড়া ২৫ হাজার টাকা।

  • যোগাযোগের নম্বর:+880 9610 777 888

Ocean Paradise হোটেল ভাড়া কত

কক্সবাজারের কলাতলী রোডে অবস্থিত ঔশান প্যারাডাইস হোটেল। কক্সবাজারের বেড়াতে আসা সকল পর্যটকের প্রথম পছন্দ থাকে ওসান প্যারাডাইসের হোটেল বর্তমানে এই হোটেল একটি রুমের জন্য প্রতিরাতে সর্বনিম্ন ভাড়া নিয়ে থাকে ৪ হাজার থেকে ৫ হাজার টাকা। আপনারা ফাইভ স্টার সুবিধার পেতে চাইলে এই হোটেলে ৮০ থেকে ৯০ হাজার টাকা খরচ করতে হবে প্রতি রাতের জন্য। এই হোটেলের সাথে যোগাযোগ করতে চাইলেন নিম্নে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে হবে

  • হোটেলের সাথে যোগাযোগ নাম্বারঃ ০১৯ ৩৮ ৮৪ ৬৭ ৭৫

কক্সবাজার কলাতলীতে হোটেল ভাড়া কত টাকা

আপনারা অনেকে আছেন কক্সবাজার বেড়াতে এসে কলাতলী হোটেলের ভাড়া কত টাকা খোঁজ করে থাকেন। তাই আপনাদের সুবিধার্থে আজকের এই পোষ্টের মাধ্যমে জানিয়ে দেবো কক্সবাজার কলাতলী হোটেলের ভাড়া কত টাকা। কক্সবাজারের কলাতলীতে একটি রুম এক রাতের জন্য ভাড়া করলে সর্বনিম্ন ৪ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত খরচ করতে হবে।

আরও পড়ুনঃ ঢাকা টু কক্সবাজার বাস ভাড়া

সর্বশেষ কথাঃ 

প্রতিদিন কক্সবাজারে হাজার হাজার পর্যটক বেড়াতে আসে কিন্তু বেড়াতে আসার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হোটেল ভাড়া। তাই আজকের এই পোষ্টের মাধ্যমে আপনাদের সামনে কক্সবাজার কলাতলী হোটেল ভাড়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানালাম। আপনাদের যদি এই বিষয়ে আরো কোন প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো।

Leave a Comment