মাকে নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস, উক্তি, কবিতা, বাণী, কিছু কথা, মাকে নিয়ে কথা বলতে গেলেই আমাদের দু-চোখ ভরে পানি চলে আসে। মায়ের মত আপন বলতে পৃথিবীতে আর কেউ নেই পৃথিবীতে যত সম্পর্ক আছে সব সম্পর্কের ঊর্ধ্বে হচ্ছে মা সন্তানের সম্পর্ক। মা তার সন্তানকে পৃথিবীতে নিয়ে আসা থেকে শুরু করে লালন পালন সবকিছুই করে থাকে, মা একমাত্র ব্যক্তি যে কোন স্বার্থ ছাড়া তার সন্তানকে সারাটি জীবন আগলে রাখে পৃথিবীতে সবচাইতে নিঃস্বার্থ ব্যক্তি হচ্ছে নিজের আপন মা।
সন্তানের যেকোনো পরিস্থিতিতে তার মা সব সময় তার কাছে থাকে। মা তার সন্তানকে কোন প্রকার স্বার্থ ছাড়াই সারাটি জীবন ভালোবেসে যায়, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত তাই প্রতিটি সন্তানের উচিত মাকে সব সময় ভালো রাখা। যে মা আমাদের সকল প্রকার সুখে-দুখে পাশে থাকে আজ সেই মাকে নিয়ে স্ট্যাটাস ক্যাপশন উক্তি কবিতা বাণী নিয়ে কিছু কথা বলবো।
মাকে নিয়ে ক্যাপশন
মাকে নিয়ে হাজার হাজার ক্যাপশন দেওয়া যাবে সারা-রাত, সারা-দিন লেখেও শেষ করা যাবে না। তাই আমার এই ওয়েবসাইট থেকে জনপ্রিয় কিছু মাকে নিয়ে ক্যাপশন প্রকাশিত হবে তাই আপনারা যারা মাকে নিয়ে ক্যাপশন খোঁজ করিতেছেন। তারা অবশ্যই আমার এই ওয়েবসাইটে ভিজিট করবেন তাহলে মাকে নিয়ে সমস্ত লেখা আপনি পেয়ে যাবেন।
মা হচ্ছে দুনিয়ার জান্নাত যার মা আছে তার সব আছে যে সন্তানের মা নেই তার কিছুই নেই দুনিয়াতে।
আমি বোকা হতে পারি, অনেক খারাপ ছাত্র হতে পারি, দেখতে অনেক কালো হতে পারি, কিন্তু আমার মায়ের কাছে আমি শ্রেষ্ঠ সন্তান।
ভালোবাসো তাকে যার কারণে পৃথিবী দেখেছ, ভালোবাসা তাকে যে তোমাকে ১০ মাস ১০ দিন গর্ভের ধারণ করেছে, ভালোবাসা তাকে যার পায়ের নিচে তোমার বেহস্ত আছে তিনি হচ্ছেন আমার মা।
পৃথিবীটা অনেক কঠিন সবাই সবাইকে ছেড়ে যায়, সবাই সবাইকে ভুলে যায় শুধুমাত্র একজন ব্যক্তি ছেড়ে যায় না এবং ভুলে যায় না, সে সারা জীবন পাশে থেকে সে হচ্ছে আমার প্রিয় মা।
মায়ের শিক্ষাই হচ্ছে শিশুর ভবিষ্যতের শিক্ষা, মায়ের শিক্ষা জ্ঞানী ভবিষ্যৎ আমাদের শিক্ষিত মানুষ হতে সাহায্য করে।
মাকে নিয়ে স্ট্যাটাস
আমরা সকলেই মাকে অনেক ভালবাসি তাই মাকে নিয়ে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে থাকি। তাই যে সকল পাঠকগণ মাকে নিয়ে স্ট্যাটাস খোঁজ করিতেছেন তারা অবশ্যই আমার এই ওয়েবসাইটের মাধ্যমে মাকে নিয়ে নতুন নতুন স্ট্যাটাস পেয়ে যাবেন।
মাকে তুমি কষ্ট দিয়ে করো না ভুল, মা হারালে হারালে তুমি আল্লাহ রাসুল, তুমি যত পারো মায়ের যত্ন সেবা করো, যখন সবাই হবে পর মা হবে আপন।
মা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক যেখানে আমরা আমাদের সব দুঃখ-কষ্ট জমা রাখি বিনিময়ে পাই বিনা সুদে অকৃত্রিম ভালোবাসা ও স্নেহ।
পৃথিবীতে তোমার হাজার হাজার বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খী থাকবে কিন্তু সর্বশেষ তুমি একজন মানুষকেই খুঁজে পাবে যাকে তুমি শত আঘাত দেওয়ার পর সে শুধুমাত্র তোমার ভবিষ্যৎ নিয়ে ভাববেন তিনি হলো মা।
মাকে নিয়ে উক্তি
পৃথিবীতে অনেক জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ মাকে নিয়ে বিভিন্ন উক্তি দিয়ে গেছেন। সেই উক্তিগুলো বিভিন্ন রকম হয়ে থাকে যে উক্তিগুলো আজকে আপনাদের সামনে আমার এই ওয়েবসাইটের মাধ্যমে উপস্থাপন করবো। মা হচ্ছে আমাদের ভালোবাসার আবাসস্থল, মাকে ছাড়া জীবন খুবই কষ্টের মাকে ছাড়া পৃথিবীতে বেঁচে থাকা খুব কষ্টের। তাই যে সকল পাঠকগণ মাকে নিয়ে উক্তি খোঁজ করিতেছেন তারা অবশ্যই লেখাগুলো পড়বেন।
আমার মা মনে করে আমিই সেরা, আর মা মনে করেন বলেই আমি সেরা হয়ে উঠেছি – দিয়াগো ম্যারাডোনা
আমার দেখা সবচেয়ে সুন্দর মহিলা হলেন আমার মা মায়ের কাছে আমি চিরঋণী আমার জীবনের সর্বোচ্চ অর্জন তার কাছ থেকেই পাওয়া – জর্জ ওয়াশিংটন
তিন রকম দোয়া নিঃসন্দেহে কবুল হয় মজলুমের দোয়া মুসাফিকের দোয়া আর সন্তানের জন্য পিতা-মাতার দোয়া – মহানবী হযরত মোহাম্মদ সাঃ
যে গর্ভে তোমাকে ধারণ করেছে সে গর্ভধারিণী মায়ের প্রতি কর্তব্য কর ও শ্রদ্ধা নিবেদন কর – আল কুরআন
তুমি আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাকে শিক্ষিত জাতি দিব – নেপালিয়ান
আমি যা আছি বা যা হবার আশা করি আমি আমার মায়ের কাছে ঋণী।
মাকে নিয়ে কবিতা
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মাকে নিয়ে অনেকগুলো কবিতা লিখেছেন সেই কবিতাগুলোর মধ্যে আপনাদের জন্য দুটি কবিতা আমার এই পোষ্টের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করলাম। যারা মাকে ভালবাসেন এবং মাকে নিয়ে কবিতা পড়তেছেন তারা অবশ্যই আমার এই প্রকাশিত কবিতা পড়বেন।
অন্য মা
রবীন্দ্রনাথ ঠাকুর
আমার মা না হয়ে তুমি
আর কারো মা হলে
ভাবছ তোমায় চিনতেম না,
যেতেম না ঐ কোলে?
মজা আরো হত ভারি,
দুই জায়গায় থাকত বাড়ি,
আমি থাকতেম এই গাঁয়েতে,
তুমি পারের গাঁয়ে।
এইখানেতে দিনের বেলা
যা-কিছু সব হত খেলা
দিন ফুরোলেই তোমার কাছে
পেরিয়ে যেতেম নায়ে।
হঠাৎ এসে পিছন দিকে
আমি বলতেম, ‘বল্ দেখি কে?’
তুমি ভাবতে, চেনার মতো,
চিনি নে তো তবু।
তখন কোলে ঝাঁপিয়ে পড়ে
আমি বলতেম গলা ধরে—
‘আমায় তোমার চিনতে হবেই,
আমি তোমার অবু।’
লুকোচুরি
রবীন্দ্রনাথ ঠাকুর
আমি যদি দুষ্টুমি ক’রে
চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি,
ভোরের বেলা মা গো, ডালের ’পরে
কচি পাতায় করি লুটোপুটি,
তবে তুমি আমার কাছে হারো,
তখন কি মা চিনতে আমায় পারো।
তুমি ডাকো, ‘খোকা কোথায় ওরে।’
আমি শুধু হাসি চুপটি করে।
যখন তুমি থাকবে যে কাজ নিয়ে
সবই আমি দেখব নয়ন মেলে।
স্নানটি করে চাঁপার তলা দিয়ে
আসবে তুমি পিঠেতে চুল ফেলে;
এখান দিয়ে পুজোর ঘরে যাবে,
দূরের থেকে ফুলের গন্ধ পাবে—
তখন তুমি বুঝতে পারবে না সে
তোমার খোকার গায়ের গন্ধ আসে।
সন্ধেবেলায় প্রদীপখানি জ্বেলে
যখন তুমি যাবে গোয়ালঘরে
তখন আমি ফুলের খেলা খেলে
টুপ করে মা, পড়ব ভুঁয়ে ঝরে।
আবার আমি তোমার খোকা হব,
‘গল্প বলো’ তোমায় গিয়ে কব।
তুমি বলবে, ‘দুষ্টু, ছিলি কোথা।’
আমি বলব, ‘বলব না সে কথা।’
মাকে নিয়ে বাণী
যে সকল পাঠকগণ মাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে বাণী প্রচার করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার এই আর্টিকেলটি পড়বেন।
মায়েরা কখনোই অবসর গ্রহণ করে না, তারা সন্তানদের বয়স যতই হোক না কেন, তিনি সর্বদাই সন্তানদের একজন মা।
আমার মায়ের চোখে দিকে তাকানো মহাবিশ্বের গভীরতার দিকে তাকানোর মত, তার শক্তি তার ভালোবাসা তা আমার মধ্যে প্রতিফলিত হোক।
সত্য হলে এটাই সত্যি আমাদের বয়স যতই হোক না কেন, যতদিন মা বেঁচে থাকবেন ততদিন মায়ের কাছে আমরা তার ছোট বাচ্চাই।
মা হলো বাড়ির হৃদয়ের মত, আর বাড়িতে মা নেই মানে সেখানে কোন হৃদয় স্পন্দন নেই।
মা সকল ক্ষেত্রে সকল পরিবেশেই তিনি মা।
আরও পড়ুনঃ আম নিয়ে ক্যাপশন ছন্দ কবিতা স্ট্যাটাস উক্তি ও কিছু কথা
মাকে নিয়ে কিছু কথাঃ
মাকে নিয়ে কিছু কথা আপনি সারাদিন রাত ২৪ ঘন্টা মাকে নিয়ে কথা বললে কথা শেষ করতে পারবেন না। কারণ পৃথিবীতে একমাত্র মা হচ্ছে সবচাইতে আপন, মা কখনো ধনী বা দরিদ্র হয় না। মায়ের একটি পরিচয় তিনি সব সময়ই মা। পৃথিবীতে যার মা বেঁচে আছে তার থেকে ধনী ব্যক্তি এই পৃথিবীতে কেউ নয়। মা পৃথিবীতে এমন এক বস্তু যা আপনি টাকা পয়সা ধন দৌলত দিয়া পরিমাপ করতে পারবেন।
যে সকল পাঠকের মা বেঁচে আছে তারা অবশ্যই সব সময় মাকে আদর যত্ন করবেন এবং ভালোবাসবেন। কারণ প্রতিটি মায়ের পায়ের নিচে প্রতিটি সন্তানের বেহেস্ত তাই পাঠকেরদের উদ্দেশ্যে একটি কথাই বলবো আপনারা সব সময় মাকে ভালোবাসবেন।