প্রিয় মানুষকে নিয়ে কিছু কথা, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, বাণী

প্রিয় মানুষকে নিয়ে কিছু কথা, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, বাণী, প্রিয় মানুষকে নিয়ে বলার মত অনেক কিছুই বলা যায়। লেখার মত অনেক কিছুই লেখা যায়। মন থেকে অনেক কথা এসে যায় এবং আমরা সেই কথাগুলো মনের ভিতরেই রেখে দেই বা কখনো প্রকাশ করি। আমরা সব সময় চাই প্রিয় মানুষদের নিয়ে কিছু সুন্দর সুন্দর কথা বলার জন্য যে কথাগুলো প্রিয় মানুষ শুনে আমাদের প্রতি মুগ্ধ হবেন।

তাই আজকের পোস্টটি সবার জন্য যে সকল মানুষজন প্রিয় মানুষকে নিয়ে কিছু কথা স্ট্যাটাস ক্যাপশন কবিতা বাণী শুনতে চান তাই প্রিয় পাঠকগণ আপনারা অবশ্যই আমার এই পোষ্টটি শেষ পর্যন্ত পড়বেন এবং ভাল লাগলে শেয়ার করবেন। newlyweds 458119 1280

প্রিয় মানুষকে নিয়ে কিছু কথা

ভালোবাসার মানুষগুলোই হচ্ছে আমাদের প্রিয় মানুষ তাই আপনারা যারা প্রিয় মানুষের কিছু কথা শুনতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই আমার আজকের এই পোস্টটি। কারণ আমার এই পোস্টের মাধ্যমে প্রিয় মানুষকে নিয়ে কিছু কথা বলব। আমরা সব সময় প্রিয় মানুষগুলোকে ভালবাসি এবং মনে রাখে তাই আপনাদের জন্য কিছু প্রিয় মানুষের কথা বলা হলো। wedding 4445670 1280


তোমাকে সারাক্ষণ যতো হাজার বার
ভালোবাসি বলি ততোবার
চোখের পলকও ফেলিনা,
তোমাকে সারাক্ষণ যতো অজস্রবার
হাত ধরতে বলি ততোবার
বুকের কম্পনও গুনি না…


তুমি খুব বেশি দূরে নও
এ আমার মন জানে
শুধু চোখ জানেনা,
তুমি খুব বেশি দূরে নও
এ আমার স্পর্শ জানে
শুধু হাত জানেনা,


তোমাকে খুঁজতে, খুঁজতে
পার করেছি বহু পথ
ঝরা পাতা মাড়িয়েছি অনেক
শুধু নিঃশ্বাসেরা জানে তুমি
কতোটা কাছে পথ জানেনা,
ঝরা পাতাও না…


প্রিয় মানুষকে নিয়ে স্ট্যাটাস

প্রতিটি মানুষের জীবনেই কেউ না কেউ প্রিয় মানুষ থাকে আর আমরা প্রিয় মানুষকে বিশ্বাস করি এবং ভালোবাসি। তাই আমরা প্রিয় মানুষকে নিয়ে কিছু স্ট্যাটাস দিতে চাই যে স্ট্যাটাস গুলো আমরা সোশ্যাল মিডিয়া বা অন্যান্য মাধ্যমে প্রচার করে থাকি। তাই আপনারা যারা প্রিয় মানুষ নিয়ে স্ট্যাটাস খোঁজ করিতেছেন তারা অবশ্যই লেখাগুলো দেখবেন। wedding 5929956 1280


কিছু, কিছু রাগ থাকে অভিমান ভরা
শক্ত হয় যেন স্বাভাবিক বৃষ্টি -খরা।
কিছু, কিছু দূরত্ব বাড়তে থাকে অবিরাম
কিছু, কিছু ঘনিষ্ঠতা সমুদ্রে হারায়
কিছুু হাত পড়ে থাকে অভিশাপ দেবার।


আমার সারাটা দিনই দেখি যে
তোমার কাছে থাকে অনাদৃত,
তুমি যেন সদা অধরা তুমিযে
রয়ে যাও সর্বদা চির অনধিকৃত ।


বসন্ত গুলো চলে যায়
উত্তপ্ত বালুকায়
বাতাস ঝরা পাতার
শব্দ শোনায় নিরালা
চলে যায় স্বপ্ন গুলো
আশা এবং প্রত্যাশা
পূরণ-অপূরণ, চিহৃ বিচিহৃ
যতো বলা নাবলা ভাবনা,
চলে যায় ভেসে যায়
সমস্ত ব্যাথা-বেদনা।


প্রিয় মানুষকে নিয়ে ক্যাপশন

বর্তমানে অনেকে আছে তার প্রিয় মানুষটাকে ছেড়ে চলে যায় এবং প্রিয় মানুষটাকে অনেক দুঃখ কষ্ট দেয়। তাই প্রিয় মানুষকে নিয়ে কিছু ক্যাপশন খোঁজ করে থাকেন তাই যে সকল পাঠকগণ প্রিয় মানুষকে নিয়ে ক্যাপশন খোঁজ করতেছেন। তারা অবশ্যই আমার এই নিচের লেখাগুলো পড়বেন কারণ প্রিয় মানুষগুলোকে নিয়ে আমি একমাত্র আমার এই ওয়েব সাইটে সুন্দর সুন্দর ক্যাপশন প্রকাশ করি।

  • এই পৃথিবীতে প্রিয় মানুষগুলো জীবন কষ্ট দিতে পারে তেমন প্রিয় মানুষগুলোই ভালবাসতে পারে।
  • আপনি যত বড় বিপদেই পড়ুন না কোন প্রিয় মানুষগুলো যখন আপনার পাশে আসে তখন বিপদগুলো হালকা মনে হয়।
  • তোমাকে ভালবাসতে গিয়েই শুধু আমি দুঃখই পেয়ে গেলাম, আমি ভুলকে ফুল ভেবে কাটার আঘাত নিতে এলাম, তবু তোমাকে শুধু ভালবাসি ভালবাসি ভালবাসি।

আরো পড়ুনঃ কোরবানি ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস কবিতা ছন্দ উক্তি

প্রিয় মানুষকে নিয়ে কবিতা

এই পৃথিবীতে যত কবি কবিতা লিখেছেন সবগুলো কবিতায় প্রিয় মানুষকে নিয়ে লেখা। কারণ কবি তখনই কবিতা লিখতে পারে যখন সে কাউকে ভালোবাসি এবং তার মনের ভিতর কেউ জায়গা করে নেয়। তাই আপনাদের জন্য কিছু প্রিয় মানুষ নিয়ে কবিতা প্রকাশ করিলাম।


ভালোবাসা তো যায়না টাকা দিয়ে কেনা,
ভালোবাসা তো যায়না হীরা মুক্তা দিয়ে গড়া।
দুটি মনের আকুলতায় যে বন্ধন হয়,
তাকেই তো ভালোবাসা কয়।

SMS হয়ে থাকবো আমি,,,
তোমার হৃদয় জুড়ে।
রিংটোন হয়ে বাজবো আমি,
মিষ্টি মধুর সুরে,
বন্ধু হয়ে আছি আমি তোমার নয়ন জুড়ে।

অনুভবে তুমিই থেকো,
হোক গ্রীষ্ম বর্ষা বা শীত,
আমি প্রেম দিয়ে ভুলিয়ে দেবো,,
তোমার কষ্টের অতীত।

আকাশের মেঘ তুমি, শ্রাবণের বৃষ্টি।
হৃদয়ের সুখ তুমি, বিধাতার সৃষ্টি।
শরতের ফুল তুমি, হৃদয়ের হাঁসি…..
মন চায় তোমাকে আরো ভালোবাসি।

হঠাৎ বৃষ্টি নামলে,,,
জানলায় বাড়িয়ে দিও তোমার দুটি হাত!
আমি বৃষ্টি হয়ে খুঁজবো….
তোমায় ছোঁয়ার অজুহাত।

মন চাই তোমায় ভালোবাসি।
তোমার কাছে আসতে চাই শুধু আমার এই মন
মন চাই তোমার মুখের হাঁসি।
মন চায় থাকতে কাছাকাছি শুধু তোমারি।

তুমি যদি হও নীলকণ্ঠ পাখি,
আমি হবো ডানা,
অচিন দেশে পাড়ি দেবো
শুনব না কারো মানা।

প্রিয় মানুষকে নিয়ে বাণী

বড় বড় লেখক জ্ঞানী-গুণী ব্যক্তিগণ প্রিয় মানুষকে নিয়ে কিছু বাণী প্রকাশ করে গিয়েছেন, সেই বাণী গুলো আপনাদের মাঝে আমার ওয়েবসাইট থেকে প্রকাশ করা হবে। তাই আপনারা যারা প্রিয় মানুষকে নিয়ে বাণী ইন্টারনেটে খোঁজ করিতেছেন তারা অবশ্যই আমার এই লেখাগুলো পড়বেন। এই লেখাগুলোর মাঝে আপনারা প্রিয় মানুষকে নিয়ে সুন্দর সুন্দর কিছু বানী খুঁজে পাবেন।

  • পর মানুষে কষ্ট দিলে মেনে নেয়া যায়,  আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না কিন্তু সব সময় আপন মানুষ গুলোই বেশি কষ্ট দিয়ে থাকে।
  • প্রিয় মানুষগুলো সব সময় কষ্ট বেশি দেয় কারণ কাছের মানুষ ছাড়া কষ্ট দেওয়ার মত কেউ থাকে না।
  • শুধুমাত্র প্রিয় মানুষকে হারানোর ভয় সবচেয়ে বেশি তাই সবাই প্রিয় মানুষকে খুব যত্ন করে ভালোবাসে।
  •  প্রিয় মানুষগুলোই সবচাইতে আগে হারিয়ে যায়, কারণ আল্লাহতালা প্রিয় মানুষগুলোকে সবচাইতে বেশি ভালোবাসে।

6 thoughts on “প্রিয় মানুষকে নিয়ে কিছু কথা, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, বাণী”

  1. 🥀প্রিয় যাবে তো বাহিরের দেশে উরে 🥀🥺

    🥀সারা জীবন থেকে যেও 🥀

    🥰🥀আমার সৃতি গুলো ধরে 🥀🥀🥰🥰🥰

    Reply
  2. আমি বললাম, প্রিয় জিনিসটা পেলাম না। আল্লাহ বললেন, তুমি হয়তো এমন জিনিস পছন্দ করেছো যা তোমার জন্য অকল্যানকর।❤️🌸

    – সূরা বাকারা : ২১৬ 🌸

    Reply
  3. ভালোবাসা দিবসের আমার সব ভালোবাসা উৎসর্গ করলাম আমার পরিবার, আত্মীয় এবং আমার শুভাকাঙ্ক্ষীদের প্রতি..! 🤍
    দোয়াতে রাখবেন..! 🖤

    Reply
  4. ডুবতে বড়ই ইচ্ছে করে, পশ্চিম খুব প্রিয়―😊

    সূর্য তুমি ডোবার সময় আমায় সঙ্গে নিও….!🤍🥀

    Reply
  5. জীবন চলেছে যে একা একা
    সেদিন হয়েছিল আমাদের প্রথম দেখা
    পথ গুলো যাচ্ছে আঁকা বাঁকা
    তোমার সাথে আমার জীবন একসাথে লেখা 🖤🫶

    Reply

Leave a Comment