যে সকল রবি সিম গ্রাহক বিগত তিন থেকে চার মাস ধরে রবি সিম বন্ধ রেখেছে শুধুমাত্র সেই সকল গ্রাহকই রবি বন্ধ সিম অফার পেয়ে যাবেন। তাই আপনার রবি সিমটি যদি ৩ থেকে ৪ মাসের বেশি বন্ধ হয়ে থাকে তাহলে আজ রবি সিমটি চালু করুন।
বর্তমানে রবি সিম কোম্পানি গ্রাহকদের কথা চিন্তা করে বন্ধ সিমের একটি সুন্দর এবং দারুন অফার চালু করেছে যে অফারের মাধ্যমে আপনারা কম টাকায় বেশি এমবি বেশি মিনিট এবং বেশি এসএমএস পেয়ে যাবেন। তাই আপনারা যারা কম টাকায় বেশি মিনিট বেশি এমবি পেতে চান তারা অবশ্যই আজকের রবি বন্ধ সিম অফার এই আর্টিকেলটি পড়বেন আজকের এই আর্টিকেলে আপনারা জানতে পারবেন রবি বন্ধ সিম অফার এবং রবি বন্ধ সিম অফার ৯ টাকায় ১ জিবি ইন্টারনেট।
রবি বন্ধ সিম অফার ২০২৫
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সিম কোম্পানি হচ্ছে রবি। বর্তমান সময়ে রবি এবং এয়ারটেল সিম কোম্পানি মিলে একটি কোম্পানি হয়েছে তাই তারা গ্রাহকদের কথা চিন্তা করে ভালো ভালো অফার প্রদান করে থাকে। তাই রবি সিম কোম্পানি গ্রাহকদের কথা চিন্তা করে রবি বন্ধ সিম অফার এনেছে। এই অফারের মাধ্যমে গ্রাহকরা ২৮ টাকায় ৪০ মিনিট এবং ৪৬ টাকায় ২ জিবি ইন্টারনেট ও ৫০ মিনিট আরও আছে ৫৭ টাকায় ৪ জিবি ইন্টারনেট ও ৬০ পয়সা প্রতি মিনিট কল রেট পেয়ে যাবেন।
২৮ টাকায় ৪০ মিনিট ৩০ দিন মেয়াদ
বর্তমানে রবি সিম কোম্পানি তাদের গ্রাহকদের জন্য বন্ধ সিমের একটি অফার রেখেছে যে অফারের মাধ্যমে ২৮ টাকা রিচার্জ করলে ৪০ মিনিট ভয়েস কল পেয়ে যাবেন যার মেয়াদ থাকবে ৩০ দিন। এই অফারটি দুইভাবে নেয়া যাবে যদি আপনি ২৮ টাকা রিচার্জ করেন তাহলে এই অফারটি পাবেন। আপনি এই অফারের আওতাভুক্ত কিনা জানতে *৮৮৮# এই নাম্বারে ডায়াল করুন।
৪৬ টাকায় ২ জিবি এবং ৫০ মিনিট মেয়াদ ৭ দিন
রবি সিম কোম্পানি তাদের গ্রাহকের কথা চিন্তা করে বন্ধ সিমে একটি ইন্টারনেট অফার চালু করেছে যে অফারের মাধ্যমে আপনারা ৪৬ টাকায় ২ জিবি ইন্টারনেট এবং ৫০ মিনিট মেয়াদ ৭ দিন। এই অফারটি পেতে হলে অবশ্যই আপনাকে বিকাশ বা নগদ বা রবি রিচার্জ পয়েন্ট থেকে ৪৬ টাকা রিচার্জ করতে হবে তাহলে আপনি পেয়ে যাবেন ২ জিবি ইন্টারনেট এবং ৫০ মিনিট ৭ দিন মেয়াদে। আপনি এই অফারের আওতাভুক্ত কিনা জানতে *৮৮৮# এই নাম্বারে ডায়াল করুন।
১৪৬ টাকা ৮ জিবি এবং ১৫০ মিনিট মেয়াদ ৩০ দিন
বর্তমানে রবি বন্ধ সিমের একটি অফার চলছে যে অফারের মাধ্যমে আপনারা ১৪৬ টাকা ৮ জিবি ইন্টারনেট এবং ১৫০ মিনিট যার মেয়াদ ৩০ দিন। এই অফারটি পেতে হলে আপনাকে সর্বপ্রথম বন্ধ সিম চালু করে ১৪৬ টাকা রিচার্জ করতে হবে। আপনি এই অফারের আওতাভুক্ত কিনা জানতে *৮৮৮# এই নাম্বারে ডায়াল করুন।
Robi bondho sim offer 2025
সম্মানিত রবি গ্রাহক আপনাদের জন্য রবি সিম কোম্পানি Robi bondho sim offer 2024 চালু করেছে এই অফারের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন ২৬ টাকা রিচার্জে ১ পয়সা সেকেন্ড কল রেট ৩০ দিনের জন্য। আরো পাবেন ২৮ টাকা রিচার্জে ৪০ মিনিট যার মেয়াদ থাকবে ৩০ দিন এবং ৪৬ টাকা রিচার্জে ২ জিবি ইন্টারনেট সাথে থাকছে ৫০ মিনিট টকটাইম যার মেয়াদ হবে মাত্র ৭ দিন এবং রবি বন্ধ সিম গ্রাহকরা আরো পাচ্ছেন ৫৭ টাকা রিচার্জে ৪ জিবি ইন্টারনেট যার মেয়াদ থাকবে ৭ সাত দিন। এবং ১৪৬ টাকা রিচার্জে ৮ জিবি ইন্টারনেটের সাথে পাবেন ১৫০ মিনিট টকটাইম যার মেয়াদ হবে ৩০ দিন।
রবি বন্ধ সিমের অফার
রবি বন্ধ সিম চালু করলেই উপভোগ করতে পারবেন আকর্ষণীয় রিচার্জ। শুধুমাত্র নির্দিষ্ট টাকা রিচার্জ করলেই আপনি পেয়ে যাবেন ৪.৫জি নেটওয়ার্কের রবি বন্ধ সিম অফার। তাই আর রবি সিম বন্ধ না রেখে তাড়াতাড়ি ফিরে এসো রবি নেটওয়ার্ক এ আপনারা যারা রবি সিম বন্ধ রেখেছেন তারা অফার পেতে হলে নিম্নলিখিত টাকা রিচার্জ করতে হবে।
পরিমান (টাকা) | সুবিধা | মেয়াদ | পারচেস চ্যানেল |
---|---|---|---|
২৬ টাকা | ১ পয়সা/সেকেন্ড | ৩০ দিন | রিচার্জ ২৬ টাকা |
২৮ টাকা | ৪০ মিনিট | ৩০ দিন | রিচার্জ ২৮ টাকা |
৪৬ টাকা | ২ জিবি + ৫০ মিনিট | ৭ দিন | রিচার্জ ৪৬ টাকা |
৫৭ টাকা | ৪ জিবি | ৭ দিন | রিচার্জ ৫৭ টাকা |
১৪৬ টাকা | ৮ জিবি + ১৫০ মিনিট | ৩০ দিন | রিচার্জ ১৪৬ টাকা |
রবি বন্ধ সিম অফার ৯ টাকায় ১ জিবি
বর্তমান সময়ের রবির বন্ধ সিমের সবচাইতে বড় হবার হচ্ছে ৯ টাকা ১ জিবি ইন্টারনেট এই অফারটি খুব সহজেই আপনারা ব্যবহার করতে পারবেন। কিভাবে আপনি ৯ টাকা ১ জিবি ইন্টারনেট পাবেন তার বিস্তারিত সকল তথ্য লিখে দেওয়া হলো।
-
৯ টাকায় ১ জিবি ইন্টারনেট এক্টিভ করতে ডায়াল করুন *৮৪৪৪*০৯# নাম্বারে।
-
৯ টাকায় ১ জিবি ইন্টারনেট মেয়াদ থাকবে ১০ দিন।
-
৯ টাকায় ১ জিবি ইন্টারনেট ব্যবহারের সময় রাত ১২ টার পর থেকে পরের দিন বিকেল ৫ টা পর্যন্ত।
-
বন্ধ সিমের গ্রাহকরা শুধুমাত্র ১০ দিনে একবার এই অফারটি ক্রয় করতে পারবেন।
-
আপনার অফারের ইন্টারনেটের মেয়াদ দেখতে ডায়াল করুন *৮৪৪৪*৮৮# এই নাম্বারে।
-
আপনার রবি সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৩# এই নাম্বারে।
-
রবি বন্ধ সিমের অফারের মিনিট চেক করতে ডায়াল করতে হবে *২২২*৮# এই নাম্বারে।
রবি বন্ধ সিম চালু করার নিয়ম
রবি বন্ধ সিম চালু করার নিয়ম খুব সহজ প্রথমে আপনার বন্ধ রবি সিমটি আপনার হ্যান্ডসেটে ঢুকাবেন। *৮৮৮# নাম্বারে ডায়াল করে দেখে নিতে হবে আপনি বন্ধ সিমের অফারের আওতায় কিনা? এরপর যদি আপনি অফারের আওতায় হয়ে থাকেন তাহলে আপনি উপরের অফার গুলো পেয়ে যাবেন। অবশ্যই আপনার রবি সিম তিন থেকে চার মাস বন্ধ থাকতে হবে তাহলেই এই অফারটি পাবেন।
-
রবি বন্ধ সিমের গ্রাহকরা *৮৮৮# নাম্বারে ডায়াল করে অফারটি চেক করতে পারবে।
-
রবি গ্রাহকরা মিনিট ব্যালেন্স চেক করতে পারবেন *২২২*৮# নাম্বারে ডায়াল করে।
-
বন্ধ সিমের অফার চলাকালীন গ্রাহক শুধুমাত্র ১ বার এই অফার ব্যবহার করতে পারবে।
-
বন্ধ সিমের গ্রাহকরা ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করবেন *৩# এই নাম্বারে।
আরও পড়ুনঃ রবি ইন্টারনেট অফার
সর্বশেষ কথাঃ
আশা করি আজকের এই পোষ্টের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন রবি বন্ধ সিম অফার এবং রবি বন্ধ সিমের ১ জিবি ৯ টাকায় কিভাবে ইন্টারনেট কিনতে হয়। এরকম আরো অফার পেতে হলে অবশ্যই আমার ওয়েবসাইটের রেগুলার ভিজিট করুন। কারণ আমার ওয়েবসাইটে সঠিক এবং নির্ভুল সকল সিমের তথ্য প্রকাশ করা হয়।