টেলিটক বর্ণমালা সিমের রেজিস্ট্রেশন, দাম, সুবিধা, অফার ২০২৪

টেলিটক বর্ণমালা সিমের রেজিস্ট্রেশন, দাম, সুবিধা, অফার নিয়ে আজকের আলোচনা হবে। বাংলাদেশের রাষ্ট্রীয় সিম কোম্পানি হচ্ছে টেলিটক সিম। তাই টেলিটক সিম কোম্পানি থেকে ছাত্র-ছাত্রীর জন্য বর্ণমালা প্যাকেজ চালু করেছে। এই প্যাকেজের আওতায় অনেকগুলো অফার দেওয়া আছে,  যে অফার গুলো অন্য সিম কোম্পানি বা অন্য কোন প্যাকেজে পাওয়া যাবে না।

এই অফার গুলো শুধুমাত্র টেলিটক বর্ণমালা সিমে পাওয়া যাবে তাই আপনারা ইন্টারনেটে যারা বর্ণমালা প্যাকেজ নিয়ে পোস্ট খোঁজ করিতেছেন তাদের জন্য আজকে আমার এই পোস্ট। আজকে আমি আলোচনা করবো টেলিটক বর্ণমালা সিমের রেজিস্ট্রেশন, দাম, সুবিধা, অফার এই সকল বিষয় নিয়ে।

টেলিটক বর্ণমালা সিমের রেজিস্ট্রেশন দাম সুবিধা অফার

টেলিটক বর্ণমালা সিমের দাম কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় টেলিটক বর্ণমালা সিমে কি কি সুযোগ সুবিধা দেওয়া আছে এবং এই সিমে অফার গুলো নিয়ে আজকে আলোচনা করবো। বর্তমানের যতগুলো সিম আছে সবচাইতে বর্ণমালা সিমে কল-রেট এবং অফার সবচাইতে বেশি।

তাই সকল ছাত্র-ছাত্রী বর্তমানে বর্ণমালা সিমটি ব্যবহার করে, তাই আমাদের জানতে হবে বর্ণমালা সিমের কি কি সুযোগ-সুবিধা দেওয়া আছে,  সেই বিষয় নিয়ে আজকে আমার এই ওয়েবসাইটের মাধ্যমে একটি পোস্ট লিখবো।

টেলিটক বর্ণমালা সিম রেজিস্ট্রেশন

টেলিটক বর্ণমালা সিম রেজিস্ট্রেশন, বর্ণমালা সিম শুধুমাত্র কলেজের ছাত্রছাত্রীদের জন্যই টেলিটক সিম কোম্পানি চালু করেছে এই বর্ণমালা সিম কলেজের ছাত্র-ছাত্রী ছাড়া কোনোভাবেই ক্রয় করতে পারবে না। বর্ণমালা সিম দুই ভাবে রেজিস্ট্রেশন করা যায় প্রথম হলো অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যায় এবং দ্বিতীয় হল মোবাইলের এসএমএস অপশনে গিয়ে মেসেজ এর মাধ্যমে বর্ণমালা সিম রেজিস্ট্রেশন করা যায়।

অনলাইনে রেজিস্ট্রেশন করতে হলে  বর্ণমালা সিমের জন্যে রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন bornomala.teletalk.com.bd এই ওয়েবসাইটে। এবং এসএমএস এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হলে নিচের স্ট্রাকচার ফলো করুন।

  • এস এম এস এর মাধ্যমে বর্ণমালা সিমের রেজিস্ট্রেশন করুন যেকোনো টেলিটক নাম্বার থেকে টাইপ করুনঃ BOR SSC_ বোড (প্রথম তিন অক্ষর) SSC রোল নাম্বার SSC পাশের সাল SSC_ রেজিস্ট্রেশন নাম্বার Contact_No টেলিটক ফোন নাম্বার এবং পাঠিয়ে দিন send to 16222
  • উদাহরনঃ BOR MYM 123456 2023 1234567 0155XXXXXXX
  •  রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হলে আপনি একটি ID ও OTP পাবেন। সেই ID এবং OTP টেলিটকের যেকোনো কাস্টমার কেয়ারে এসএমএস টি দেখাতে হবে দেখানোর পরেই আপনি বর্ণমালা সিমটি সংগ্রহ পারবেন।

টেলিটক বর্ণমালা সিম কিনতে কি কি লাগে

দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি এবং যদি এনআইডি কার্ড থাকে এনআইডি কার্ডের ফটোকপি সাথে এসএসসির রেজিস্ট্রেশন কার্ড নিয়ে টেলিটকের কাস্টমার কেয়ারে চলে যেতে হবে। এবং উপরে দেখানো পদ্ধতিতে এসএমএস পাঠানোর পর আপনাকে একটি ফিরতি এসএমএস দেয়া হবে যেখানে আপনাকে কনফার্ম করা হবে কতদিনের মধ্যে সিম সংগ্রহ করতে হবে তা বলে দেয়া হবে।

এই কনফার্মেশন মেসেজের মধ্যে একটি বর্ণমালা OTP এবং Id নাম্বার পেয়ে থাকবেন এবং সিম সংগ্রহ করার সময় কাস্টমার কেয়ারে এই মেসেজটি দেখাতে হবে। সাথে অবশ্যই ১০০ টাকা নিয়ে যেতে হবে কারণ বর্ণমালা সিমের দাম ১০০ টাকা।

টেলিটক  বর্ণমালা সিমের দাম কত

বর্ণমালা সিমের দাম কত টেলিটক কোম্পানি বর্ণমালা সিমের একটি নির্দিষ্ট মূল্য নির্ধারণ করেছে যে মূল্য তালিকা অনুযায়ী বর্ণমালা সিম কাস্টমার কেয়ার থেকে সংগ্রহ করতে হবে বর্তমানে বর্ণমালা সিমের ক্রয় মূল্য হচ্ছে ১০০ টাকা। তাই টেলিটক কাস্টমার কেয়ারে বর্ণমালা সিম কিনতে গেলে অবশ্যই ১০০ টাকা সাথে নিয়ে যাবেন।

টেলিটক বর্ণমালা সিমের সুবিধা

বর্তমানে বর্ণমালা সিমে টেলিটক সিম কোম্পানি বেশ কয়েকটি অফার চালু রেখেছে। তাই আপনারা যারা টেলিটক বর্ণমালা সিমের সুবিধা ইন্টারনেটে খোঁজ করিতেছেন তারা অবশ্যই আমার নিচে দেওয়া টেবিলটি পড়বেন তাহলে অবশ্যই জানতে পারবেন টেলিটক বর্ণমালা সিমের সুবিধা।

বিবরণ খরচ সময়
ভয়েস কল (যেকোনো লোকাল অপারেটরে) ৪৫ পয়সা/মিনিট ১ সেকেন্ড
এস এম এস (যেকোনো লোকাল অপারেটরে) ২৫ পয়সা (বাংলা), ৫০ পয়সা (ইংরেজি)
  • সিমের মূল্য ১০০ টাকা।
  •  সিমটি এক্টিভেট করে ৫০ টাকা রিচার্জ করলেই- ৫০ টাকা মূল ব্যালেন্সসহ ফ্রি ৫০ মিনিট টকটাইম, ফ্রি ৫০ এস এম এস (টেলিটক টু টেলিটক) এবং ফ্রি ৫ জিবি ইন্টারনেট ৫০ টাকা রিচার্জার দিন থেকে মেয়াদ ৩০ দিন।
  • ৪৫ পয়সা/মিনিট ২৪ ঘন্টা।
  • পালস ১ সেকেন্ড।
  • এস এম এস ২৫ পয়সা বাংলা এসএমএস ৫০ পয়সা ইংরেজি এসএমএস।
  • সকল অফারে ভ্যাট এসডি ও সারচার্জ প্রযোজ্য হবে।
আরও পড়ুনঃ টেলিটক প্যাকেজ সমূহ এর সুযোগ সুবিধা 

টেলিটক বর্ণমালা সিমে ৩০ টাকা রিচার্জ অফার

টেলিটক বর্ণমালা রিচার্জ অফার প্রতি ৩০ টাকা রিচার্জের জন্য আপনি পেয়ে যাবেন ৩০  মিনিট (টেলিটক টু টেলিটক), ইন্টারনেট ৬০ MB এবং SMS-৩০  (টেলিটক টু টেলিটক মেয়াদ 3 দিন) শুধুমাত্র টেলিটক বর্ণমালা সিম গ্রাহকরা এই টেলিটক রিচার্জ অফারটি পাবেন। আপনারা শুধু টেলিটক বর্ণমালা সিমে ৩০ টাকা রিচার্জ অফার পেয়ে থাকবে বর্তমানে অন্য কোন প্যাকেজে এই অফার চালু নেই।

টেলিটক বর্ণমালা সিমের ইন্টারনেট অফার

যে সকল টেলিটক বর্ণমালা সিমের গ্রাহকগণ ইন্টারনেটের অফার জানতে চাচ্ছেন তারা নিম্নলিখিত ইন্টারনেটের অফার গুলো দেখতে পারেন এবং পছন্দমত যে কোন একটি প্যাক ক্রয় করতে পারেন।

  • ৯ টাকা ১০০ এমবি ডায়াল *১১১*৫০১# মেয়াদ ৭ দিন।
  • ১৭ টাকা ৫০০ এমবি ডায়াল *১১১*৭১৭# মেয়াদ ৭ দিন।
  • ২১ টাকা ১ জিবি ডায়াল *১১১*৫৩৪# মেয়াদ ৭ দিন।
  • ৩৬ টাকা ২ জিবি ডায়াল  *১১১*৭৩৬# মেয়াদ ৭ দিন।
  • 88 টাকা ৩ জিবি  ডায়াল *১১১*৪৪# মেয়াদ ৭ দিন।
  • ৫৬ টাকা  ৪ জিবি ডায়াল *১১১*৭৫৬# মেয়াদ ৭ দিন।
  • ৬৪ টাকা ৫ জিবি  ডায়াল *১১১*৭৬৪# মেয়াদ ৭ দিন।
  • ৯৭ টাকা ১০ জিবি ডায়াল *১১১*৯৭# মেয়াদ ৭ দিন।
  • ১২৯ টাকা ১৫ জিবি ডায়াল *১১১*৫৫১# মেয়াদ ৭ দিন।
  • ২১ টাকা ১০০ এমবি ডায়াল *১১১*৭১৬# মেয়াদ ৩০ দিন।
  • ৩৯ টাকা ৫০০ এমবি ডায়াল *১১১*৫০৩# মেয়াদ ৩০ দিন।
  • ৫৯ টাকা ১ জিবি ডায়াল  *১১১*৪৯# মেয়াদ ৩০ দিন।
  • ৯৩ টাকা  ২ জিবি ডায়াল *১১১*৯৩# মেয়াদ ৩০ দিন।
  • ১৩৯ টাকা ৩ জিবি ডায়াল *১১১*৫৩১# মেয়াদ ৩০ দিন।
  • ১৭৬ টাকা ৪ জিবি ডায়াল *১১১*৭৭৬# মেয়াদ ৩০ দিন।
  • ২০১ টাকা ৫ জিবি ডায়াল *১১১*৫৩২# মেয়াদ ৩০ দিন।
  • ২৩৯ টাকা ১০ জিবি ডায়াল *১১১*৫৫০# মেয়াদ ৩০ দিন।
  • ২৭৬ টাকা ১৫ জিবি ডায়াল *১১১*৭৭৭# মেয়াদ ৩০ দিন।
  • ৩৪৪ টাকা ৩০ জিবি ডায়াল *১১১*৩৪৪# মেয়াদ ৩০ দিন।
  • ৪৪৫ টাকা ৪৫ জিবি ডায়াল *১১১*৪৪৫# মেয়াদ ৩০ দিন।
  • ৩০৯ টাকা ২৫ জিবি ডায়াল *১১১*৩০৯# মেয়াদ আনলিমিটেড।
  • উপরের সবগুলো ইন্টারনেট অফারগুলো My Teletalk apps এ পাবেন।

গ্রাহকের উদ্দেশ্যে কিছু কথাঃ

টেলিটক বর্ণমালা সিমটি শুধুমাত্র এসএসসি পাস করা ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য তাই অন্য সকল গ্রাহক এই বর্ণমালা সিমটি নিতে পারবেন না শুধুমাত্র এসএসসি পরীক্ষার্থী পাস করা ছাত্রছাত্রীরা এই বর্ণমালা সিমটি সংগ্রহ করতে পারবেন। বর্ণমালা সিমের বিষয়ে আরো কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানাবেন।

17 thoughts on “টেলিটক বর্ণমালা সিমের রেজিস্ট্রেশন, দাম, সুবিধা, অফার ২০২৪”

  1. আমি রেজিস্ট্রেশন করতে পারতেছিনা । অনলাইন এপ্লিকেশন করার সময় দুব্লিকেট রোল উঠতেছে। কি করবো এখন?

    Reply
    • আপনার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে অন্য কেউ সিম উঠিয়ে নিয়েছে। তাই আপনি দয়া করে নিকটবর্তী টেলিটক কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।

      Reply
    • ভাই SMS করে আবেদন করেন। অনলাইনে ওরা এমন ই করে, চিন্তার কিচ্ছু নাই।
      পাবেন, সিম।

      Reply
    • অনলাইনে আবেদন করলে দুব্লিকেট দেখাবে,,আপনি টেলিটক সিম থেকে এসএমএস এর মাধ্যমে আবেদন করেন।

      Reply
  2. আপনি অপেক্ষা করেন আশা করি পেয়ে যাবেন। যদি ৭২ ঘণ্টার মধ্যে না পান তাহলে টেলিটক কাস্টমার কেয়ারে কল করে অভিযোগ জানান।

    Reply
  3. আমি সিম কেনার পর ২০ টাকা রিচার্জ করি,
    এখন ৫০ টাকা রিচার্জ করলাম, কিন্তুু মিনিট এম্বি এসএমএস কিছুই পেলাম না শুধু মূল ব্যালেন্স টাই আসলো। এর কারণ কি..?? প্রথমবার ২০ টাকা রিচার্জ করার কারণে পেলাম না…?????

    Reply
  4. আমি ২০১৫ সালে বর্ণমালা সিম রেজিষ্ট্রেশন করছিলাম কিন্তু কোনো কারণে সিমটি নেওয়া হয় নাই, এখন সেই আবেদন ফরম দিয়ে কি সিমটি নিতে পারবো?

    Reply
    • জি অবশ্যই পারবেন যদি আপনার ওই এসএমএসটা থেকে থাকে। আর যদি আপনার ওই এসএমএস ডিলিট হয়ে যায় তাহলে আপনি টেলিটক কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন আশা করি সমস্যার সমাধান পেয়ে যাবেন।

      Reply
  5. রেজিষ্ট্রেশনের কনফরমেশন মেসেজ কত দিনের মধ্যে পাবো?

    Reply
    • দেখেন আমার ওয়েবসাইটে আরো একটি পোস্ট আছে টেলিটকল সকল প্যাকেজ সমূহ এই পোস্ট এর সকল অফার দেখতে পারবে।

      Reply
  6. অনলাইনে আবেদন করলে দুব্লিকেট দেখাবে,,আপনি টেলিটক সিম থেকে এসএমএস এর মাধ্যমে আবেদন করেন।

    Reply
  7. আমরা যারা 2021 সালে পাস করেছি তারা কিভাবে রেজিস্ট্রেশন করবো? option এ তো 2020 সাল পর্যন্ত আছে

    Reply
    • আপনি টেলিটক সিম থেকে বর্ণমালা সিমের জন্য রেজিস্ট্রেশন করুন আশা করি তাহলে আর কোন সমস্যা হবে না।

      Reply
  8. আমাদের এলাকায় একটি মাএা সিম কোম্পানি বেসরকারি প্রতিষ্ঠানের। আমার একটা টেলিটক সিম প্রয়োজন। আমার ছাএ ছাএী কাছে কোনো সরকারি সিম নেয় তাই আমাদের ছাএ ছাএীদের জন্য এই টেলিটক সিম দিলে ভালো হয়।

    Reply
    • আপনি যেকোন এসএসসি পাস ছাত্র বা ছাত্রীর রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে টেলিটক বর্ণমালা সিম রেজিস্ট্রেশন করুন তাহলে আপনি খুব সহজেই টেলিটক বর্ণমালা সিম পেয়ে যাবেন।

      Reply

Leave a Comment