হঠাৎ করে পেটে ব্যথা হলে কি করবেন | পেট ব্যথা কমানোর দোয়া ২০২৪

হঠাৎ করে পেটে ব্যথা হলে কি করবেন | পেট ব্যথা কমানোর দোয়া, প্রতিটি মানুষের হঠাৎ করেই পেট ব্যাথা করতে পারে, আপনি কাজ করতেছেন বা শুয়ে আছেন হঠাৎ করে আপনার পেট ব্যাথা শুরু হল!  অনেক সময় এই ব্যাথা হালকা হলেও কিছু কিছু সময় এই ব্যথা অসহনীয় পর্যায়ে চলে যায়। তাই আমাদের জানতে হবে হালকা বা অসহনীয় পর্যায়ে পেট ব্যথা হলে কি পদক্ষেপ নিতে হবে।

একটি সুস্থ মানুষেরও হঠাৎ করে পেট ব্যথা হতে পারে তাই পেট ব্যথা হলে ভয় পাবেন না মনকে শক্ত করবেন। পেটের ব্যথার ধরন অনুযায়ী এবং পেটের কোন কোন জায়গায় ব্যথা হচ্ছে তার উপর ভিত্তি করে চিকিৎসা নেওয়া প্রয়োজন। হঠাৎ করে পেটে ব্যথা হলে কি করবেন | পেট ব্যথা কমানোর দোয়া নিয়ে আলোচনা করা হবে আজকের এই পোষ্টের মাধ্যমে।

হঠাৎ করে পেটে ব্যথা হলে কি করবেন

হঠাৎ করে পেটে ব্যথা হলে কি করবেন, সাধারণত আমাদের পেটের ব্যথা কোন গুরুত্বপূর্ণ রোগের কারণও হয় না অনেক সময় হঠাৎ করেই পেটে ব্যাথা দেখা দিতে পারে তাই পেটে ব্যথা হলে ভয় পাবার কিছু নেই আগে বুঝতে হবে পেটের কোন জায়গায় ব্যথা করে তাই হঠাৎ করে পেটে ব্যথা হলে ব্যথার তীব্রতা অনুযায়ী আপনার পদক্ষেপ নিতে হবে।

যদি খুব বেশি ব্যথা করে তাহলে অবশ্যই আপনাদের ডাক্তারের কাছে যেতে হবে এবং আপনার কি কারণে পেটের ব্যথা হচ্ছে সেই বিষয়ের গুরুত্ব দিতে হবে এবং পরীক্ষা নিরীক্ষা করে ব্যথার ধরণের অনুযায়ী চিকিৎসা নিতে হবে।

ফুড পয়জনিং এর কারণে

অনেক সময় আমাদের ফুড পয়জনিংয়ের কারণে পেটের ব্যথা হয়ে থাকে যেমন খাবার খাওয়ার পরে হঠাৎ করে হজম না হওয়ার কারণে ফুড পয়জনিং হয়ে থাকে। যখন আমাদের ফুড পয়জনিং হয় তখন আমাদের তীব্র পেট ব্যথা করে সাথে ডায়রিয়া হয় এবং বমি বমি ভাব লাগে এবং জ্বর আসে।

তাই আপনাদের যদি কোন ভাবে ফুড পয়জনিং হয়ে থাকে তাহলে অবশ্যই খাবার স্যালাইন খাবেন এবং ডাক্তারের নিকট পরামর্শ নিয়ে এন্টিবায়োটিক খাবেন কারণ ফুড পয়জনিং একমাত্র চিকিৎসা হচ্ছে খাবার স্যালাইন এবং এন্টিবায়োটিক।

পেপটিক আলসার বা গ্যাস্ট্রিকের জন্য

অনেক সময় পেট ব্যথা পেপটিক আলসার বা গ্যাস্ট্রিকের সমস্যার জন্য হয়ে থাকে, সাধারণত মানুষের গ্যাস্ট্রিকের জন্যই পেটের ব্যথা সবচাইতে বেশি হয় কারণ যখন আমাদের পেটের ভিতরে খাদ্য সঠিকভাবে হজম হতে পারে না তখনই গ্যাস্ট্রিক বা আলসার হয়ে থাকে। সে ক্ষেত্রে আপনার বাসায় যদি একটি গ্যাস্ট্রিকের ট্যাবলেট থাকে তাহলে অবশ্যই একটি গ্যাস্টিকের ট্যাবলেট খেয়ে নিবেন যদি তার পরেও পেটের ব্যাথা না কমে তাহলে অবশ্যই ডাক্তারের কাছে শরণাপন্ন হবেন।

কিডনিতে পাথর

কিডনিতে পাথরের জন্য পেটে ব্যথা হতে পারে সে ক্ষেত্রে আপনার বুঝতে হবে কিডনিতে ব্যথা হচ্ছে কিনা? এই ব্যথা খুবই তীব্র হয় আবার মাঝে মাঝে ব্যথা ছেড়ে দেয় আবার শুরু হয় তার সঙ্গে বমি বমি ভাব এবং জ্বর আসতে পারে। তাই যদি আপনার কিডনিতে পাথর বা কোন সংক্রমণের কারণে পেটের ব্যথা হয়ে থাকে তাহলে অবশ্যই আর দেরি না করে ডাক্তারের কাছে চলে যাবেন।

কোষ্ঠকাঠিন্য

বর্তমানে সময়ে পেট ব্যথার অন্যতম কারণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য কারণ এ রোগে যারা আক্রান্ত তাদের সঠিকভাবে পায়খানা করতে পারে না তাই সবসময় পেটের ভিতরে মল জমা হয়ে ব্যথার সৃষ্টি হয় এই কারণে অনেক সময় পেটের ব্যথা হতে পারে। তাই অবশ্যই আপনাদের এমন খাবার খেতে হবে যে খাবার খেলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যাবে যদি তারপরেও কোষ্ঠকাঠিন্য এর জন্য আপনাদের পেটে তীব্র ব্যথা হয় তাহলে অবশ্যই অতি দ্রুত হাসপাতালে চলে যাবেন।

পিত্তথলিতে পাথর

অনেক সময় পেটের মাঝামাঝি অংশে বা পাঁজরের ডান পাশের ঠিক নিচের দিকে কয়েক ঘণ্টা ধরে প্রচন্ড ব্যথা হয়ে থাকে।  আমরা অনেক সময় গ্যাস্ট্রিকের ব্যথা ভেবে ভুল করে থাকি কারণ এই ব্যথাটি শুধুমাত্র পিত্তথলিতে পাথর হওয়ার কারণেই হয়ে থাকে। তাই আমাদের আগে বুঝতে হবে এই ব্যথাটি পিত্তথলিতে পাথর হওয়ার কারণ হচ্ছে কিনা? তাই আর দেরি না করে অবশ্যই আপনাকে হাসপাতালে গিয়ে কিছু টেস্ট করে জানতে হবে আপনার পিত্তথলিতে পাথর হয়েছে কিনা।

পেট ব্যথা কমানোর দোয়া

সবকিছু ঠিকঠাক কিন্তু হঠাৎ করেই আপনার পেটে চিন চিন করে ব্যথা শুরু হলো। সেই ব্যথাটি আস্তে আস্তে তীব্র হয়ে গেল কি করবেন বুঝতে পারছেন না? চিকিৎসকদের কাছে যাওয়ার আগে অবশ্যই আপনার একটু ব্যথা কমানোর প্রয়োজন পড়ে। তাই কেউ যদি অসুস্থতা বোধ করে কিংবা রোগ দেখা দেয় তাহলে ইসলামের হাদিস থেকে যে সকল দোয়া এবং হাদিস বর্ণিত হয়েছে সেই সকল দোয়া ও হাদিস পড়তে হবে।

রাসুল (সা.) বলেন তুমি তোমার ব্যথার স্থানে ডান হাত রেখে তিনবার বিসমিল্লাহ পড়ে। এরপর ব্যথার জায়গায় সাতবার এই দোয়াটি পড়ে ফু দিবেন।

উচ্চারণ : Auzu bi-izzatillahi wa kudratihi min sharri ma ajidu wa uhajiru

আরও পড়ুনঃ অনলাইনে টিন সার্টিফিকেট আবেদন এবং ডাউনলোড করার নিয়ম

কখন হাসপাতালে যাবেন

যখন আপনার প্রচন্ড পেট ব্যাথা হবে তখন জরুরি ভিত্তিতে হাসপাতালে যাবেন কারণ কোন ব্যথাকে ছোট করে দেখা যাবে না। তাই আপনাদের জন্য একটি লিস্ট তৈরি করা হলো এই লিস্ট অনুযায়ী যদি আপনাদের পেট ব্যথা হয় তাহলে অবশ্যই অতি দ্রুত ডাক্তারের শরণাপন্ন হবেন।

  • ব্যথা খুব দ্রুত বেড়ে যাওয়া এবং তীব্র ব্যথার জন্য গুরুত্ব রূপ ধারণ করা।
  • হঠাৎ করে আপনার পেট ব্যথা শুরু হবে এবং ধীরে ধীরে তা প্রচন্ডভাবে বেড়ে যাবে।
  • পেটের যে স্থানে স্পর্শ করেন না কেন সেই জায়গায় ব্যথা করবে তখন আর দেরি না করে অবশ্যই হাসপাতালে চলে যাবে।
  • হঠাৎ করে পেট ব্যথার সাথে বমি বমি ভাব হবে, বমির সাথে রক্ত যাবে তখন আর দেরি না করে অতি দ্রুত ডাক্তারের কাছে চলে যাবে।
  • প্রসাব বন্ধ হয়ে যাবে, শ্বাস নিতে কষ্ট হবে, রোগী অজ্ঞান হয়ে যাবে, তখন আর দেরি না করে জরুরিভাবে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাবেন।

Leave a Comment